মাছেরা শহরে আসায় মানুষেরা নদীর ভাব ধরল | ফরহাদ নাইয়া

মাছেরা শহরে আসায় মানুষেরা নদীর ভাব ধরল | ফরহাদ নাইয়া

তারুণ্যের নিজস্ব ফুলের প্রস্ফুটন-চর্যায় অনন্য অনুসন্ধানী কবি ফরহাদ নাইয়া এর প্রথম কবিতার বই ‘মাছেরা শহরে আসায় মানুষেরা নদীর ভাব ধরল’ প্রকাশিত হয়েছে ‘মেঘ’ থেকে। ফরহাদ নাইয়া বিভিন্ন ছোটকাগজে লেখা প্রকাশের মধ্য দিয়ে ইতোমধ্যে সচেতন পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন৷ এছাড়াও তিনি রাষ্ট্র নিরীক্ষার কাগজ ‘রাষ্ট্র’ ও শিল্প নির্মাণের ছোটকাগজ ‘হারপুন’ সম্পাদনার সাথে যুক্ত রয়েছেন৷

প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন আল নোমান।
উল্লেখিত বইটির দাম রাখা হয়েছে ১৮০ টাকা।
গ্রন্থমেলায় ‘মেঘ’-এর ২৭৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

মতামত:_

0 মন্তব্যসমূহ