'গ্রন্থগত' ওয়েবসাইট গুগল কোম্পানীর ব্লগার (blogger) (উইকি লিঙ্ক) এ হোস্টকৃত। আমরা ব্লগার এর হোস্টিং কাস্টম ডোমেইন এর সাথে সংযুক্ত করেছি। এর মাধ্যমে 'granthagata.com' ওয়েবসাইট এর নিরাপত্তা ঝুঁকি সীমিত রাখা হয়েছে।
গ্রন্থগত ওয়েবসাইটটি গুগল এর সার্ভারে হোস্ট করায় তাদের নিয়মনীতি আমরা মনে চলতে বাধ্য। মানুষের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে আমাদের মনোভঙ্গীর সাথে গুগল এর নীতিমালার বিভিন্ন অংশে মিল নাও থাকতে পারে।