About Blogger and Blogspot

Blogger logo
By Google Inc - Adapted from Blogger.com, Public Domain, Link


গ্রন্থগত ওয়েবসাইট গুগল কোম্পানীর ব্লগার (উইকি লিঙ্ক) এ হোস্টকৃত। গুগল এর নিজস্ব প্রতিষ্ঠান ব্লগস্পট এর সাবডোমেইন দিয়ে প্রকাশিত হয়। ব্লগার এর হোস্টিং কাস্টম ডোমেইন এর সাথে সংযুক্ত করা যায়। ফলে হোস্টিংকৃত ওয়েবসাইট এর নিরাপত্তা ঝুঁকি সীমিত রাখা যায়। গ্রন্থগত ওয়েবসাইটটি গুগল এর সার্ভারে হোস্ট করায় তাদের নিয়মনীতি আমরা মনে চলতে বাধ্য। মানুষের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে আমাদের মনোভঙ্গীর সাথে গুগল এর নীতিমালার বিভিন্ন অংশে মিল নাও থাকতে পারে।আপনি আগ্রহী হলে গুগল এর বিভিন্ন বিধিমালা পড়ে দেখতে পারেন: