গ্রন্থগত ওয়েবসাইট সম্পর্কে কিছু কথা

গ্রন্থগত ওয়েবসাইট প্রসঙ্গে


এই ওয়েবসাইটের নাম: গ্রন্থগত (GRANTHAGATA)
পরিচিতি: বই আলোচনা সমালোচনার ওয়েবসাইট (Book centric echos)
ওয়েবঠিকানা: www.granthagata.com


বই পড়তে আমরা সবাই ভালোবাসি। পছন্দের বা অপছন্দের বই সম্পর্কে অন্যকে আমাদের মতামত জানাই। নিজের পড়া বইটি সম্পর্কে আরও বেশি মানুষকে জানানোর যে আনন্দ তা আমরা সকলেই উপভোগ করি। পাঠকৃত বই, পত্রিকা, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, নিবন্ধ ইত্যাদি সম্পর্কে অন্যকে জানানোর উদ্দেশ্যেই ‘গ্রন্থগত’ ওয়েবসাইটের যত আয়োজন। সাধারণ্যে উপস্থাপনযোগ্য যে কোন বই আমরা আলোচনা করতে ইচ্ছুক। বাংলাদেশে প্রচলিত আইনের প্রতি যথাযথ শ্রদ্ধা ও সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে সব ধরণের বইয়ের সব ধরণের আলোচনা-বিশ্লেষণকে আমরা স্বাগত জানাই। 

    কোন একটি বই একজন পাঠক যে দৃষ্টিকোণ থেকে দেখছেন, অন্যরাও সেই একই দৃষ্টিকোণকে ধারণ-বহন করবেন এটা সর্বদা স্বাভাবিক নয়। বৈচিত্র্যপূর্ণ মনোভঙ্গি-প্রবণতা ইত্যাদি মিলেই সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ সমাজ গড়ে ওঠে। যে সমাজ একই প্রসঙ্গে বহুবিধ প্রবণতা, মনোভঙ্গিকে গ্রহণ-বহন করতে পারে সেই সমাজ কাঠামোগতভাবে বেশি গণতান্ত্রিক এবং সাংস্কৃতিকভাবে ততোবেশি ঐশ্বর্যবান। গ্রন্থ পর্যালোচনা প্রসঙ্গে এই বিবেচনাটি অপ্রাসঙ্গিক নয়। একটি বইয়ের একাধিক আলোচনা হতে পারে। বিভিন্ন ব্যক্তি একই বই পাঠশেষে বিবিধ অনুভূতি অর্জন করতে পারে। একটি বই বা লেখা প্রসঙ্গে যত বেশি মনোভঙ্গি, চিন্তাভঙ্গি উচ্চারণ বা প্রকাশ করার সুযোগ থাকবে, সেই বই বা রচনাটি ততোবেশি বহুমাত্রিক হয়ে উঠবে। ‘গ্রন্থগত’ ওয়েবসাইট এই প্রসঙ্গে কূপমণ্ডূক নয়।

    প্রতিনিয়ত বিভিন্ন প্রকারের বই প্রকাশ হচ্ছে। প্রকাশিত বইয়ের বিষয় বৈচিত্র্য এত ব্যাপক যে DDC অনুযায়ী বইয়ের বিষয় বৈভিন্ন্য লক্ষাধিক হতে পারে। আমরা সব ধরনের বই আলোচনা করতে চাই। সকল প্রকারের বই নতুন পাঠকের সামনে উপস্থাপন করতে চাই। বহুবিধ বিষয়-প্রসঙ্গের বইয়ের সাথে নিবিষ্ট পাঠকের পরিচয় করিয়ে দিতে চাই। আমরা মনে করি বিভিন্ন ধরনের বই পাঠ একজন মানুষকে পূর্ণাঙ্গ ব্যক্তিরূপে গড়ে তোলে। ‘গ্রন্থগত’ ওয়েবসাইট এ প্রসঙ্গে অকৃপণ থাকতে ইচ্ছুক। কোন শিক্ষা প্রচার নয়, কাউকে কোনকিছু শিক্ষা দিতে নয়; শুধুমাত্র পড়ার ও শেখার আগ্রহকে বাড়িয়ে দেয়ার মধ্যে ‘গ্রন্থগত’ ওয়েবসাইটের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে।

    বই রিভিউ – আলোচনা - সমালোচনা বিষয়ে আগ্রহ থাকলে, নতুন নতুন বইয়ের খবর, পরিচিতি, পর্যালোচনা, বিশ্লেষণ ইত্যাদি প্রসঙ্গে - বিষয়ে কৌতুহলী - আগ্রহী - উৎসাহী - সক্রিয় হলে আপনাকে ‘গ্রন্থগত’ ওয়েবসাইটে স্বাগতম জানাই।

  • Copyright: 'গ্রন্থগত' ওয়েবসাইটের লেখাগুলি উন্মুক্তভাবে ব্যবহারযোগ্য:
    • অর্থাৎ, লেখাগুলো যে কোন মাধ্যমে পুনমুদ্রণ করা যাবে। কিন্তু কোনক্রমেই মূল লেখার কোন অংশের কোনরকম পরিবর্তন করা যাবে না এবং লেখার সুত্র হিসেবে 'গ্রন্থগত' ওয়েবসাইটের নাম (লিংক সহ) অবশ্যই উল্লেখ করতে হবে। 
    • পড়ুন > পুনঃপ্রকাশের নীতি


* উল্লেখ্য যে-

  •  'গ্রন্থগত' ওয়েবসাইট সম্পূর্ণ অবাণিজ্যিক উদ্দেশ্যে উদ্যোক্তা পরিচালকের ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত হচ্ছে।
  •  'গ্রন্থগত' ওয়েবসাইটের কার্যক্রম কোন সাহিত্যকর্ম নয়। অতএব, এই ওয়েবসাইটের রচনাগুলির কোন রকম সাহিত্যিক মান অন্বেষণ আপনার ব্যক্তিগত পণ্ডশ্রম বলে বিবেচিত হবে।



 উদ্যোক্তা পরিচালক 


সুশান্ত বর্মণ
সহকারী অধ্যাপক (বাংলা)
কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ

আরও পড়ুন:
সম্পাদকীয় স্বীকারোক্তি

ব্যক্তিগত তথ্য বিষয়ক নীতিবোধ

গ্রন্থগত ওয়েবসাইট প্রসঙ্গে সম্পাদকীয় মনোভঙ্গি

গ্রন্থগত ওয়েবসাইটে মন্তব্য করার নিয়ম

গ্রন্থগত ওয়েবসাইটে প্রকাশিত লেখা পুনঃপ্রকাশের নীতি

আরও কিছু জানতে চিঠি লিখুন