রকাহোলিক | সম্পাদনায়: উপল বড়ুয়া, তানভীর হোসেন



রক মিউজিক বিষয়ক প্রবন্ধ সংকলন “রকাহোলিক” । রক মিউজিকের ইতিহাসের বিভিন্ন ঘটনা, দার্শনিক সমস্যা ও অবস্থান ইত্যাদি একেবারে বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। রক মিউজিকের সাথে সমাজের সম্পর্ক, রক শিল্পীদের সামাজিক সচেতনতা, অবস্থান ও ভূমিকার আলোচনাও বইটিতে রয়েছে।
বইটির ভূমিকা

সেই কবে আমেরিকার গভীর দক্ষিণে মিসিসিপির তীর ঘেঁষে গড়ে ওঠা বসতির মানুষেরা বিশেষ করে আফ্রিকান দাসেরা নিজেদের দুঃখ কষ্ট যন্ত্রণার গল্প বলতে ভুলতে গেয়ে উঠছিলেন অদ্ভুত এক মেলোডি। তার বয়স আজ এসে ঠেকেছে প্রায় ২০০ বছরে। গাঢ় নীল, নীল মিসিসিপি, নীল তার মাথার উপরের আকাশ, প্রেমিকা মা বোন কন্যা বা অন্য কোন অজানা নারীর নীলতম স্কার্ফ, নীল হয়ে ওঠা ক্লান্ত পিপাসার্ত ঠোঁট, দেহে খোদাই চাবুকের নীল নীল রেখা, গম ক্ষেতের কোলে পড়ে থাকা কালো দাস ভাইটার লাশ ঘিরে উড়ন্ত নীল মাছি- আসলে না বলা কোন কথা নাই ব্লুজে! ১২টা বারের হারমনিতে কালে কালে নানান রঙ আর ঢঙ এসে জুড়ে গেছে সুন্দর। তবে পোস্টটা ব্লুজ না ব্লুজ পরবর্তীতে মিউজিককে যে অদ্ভুত জনরা উপহার দিয়েছে তার। তার নাম হল রক অ্যান্ড রোল। আমরা যারা এই সময়ে কবিতা লিখতে আসছি তাদের জীবনের বিশাল একটা সময়, অনেক অনেক বিকাল, সন্ধ্যা আর অবিসংবাদিত রাত কেটে গেছে রক এন্ড রোলের ঘোরে। প্রেমে, বিচ্ছেদে, হতাশায় জর্জরিত সময়গুলা আমরা শুনে গেছি এলভিস বিটলস থেকে নির্ভানা পিংক ফ্লয়েড, কোহেন থেকে মেটালিকা, রকস্ট্রাটা ওয়ারফেইজ এলআরবি নগরবাউল আর্ক থেকে আর্টসেল অর্থহীন ব্ল্যাক শিরোনামহীন বা এখনকার নেমেসিস, পাওয়ারসার্জ, ভাইব আরও কত কি! তো এমন শোনা আর রকমুখর দিনগুলোর যাপন তো ধরে রাখা দরকার। বিশেষ করে এমন একটা দেশে যেখানে অনেক বাধা বিপত্তি সত্ত্বেও কবিরা লিখে যাচ্ছে কবিতা, শিল্পীরা আঁকছে ছবি, রকস্টাররা উগড়ে যাচ্ছেন মেলোডিক অগ্নি গরল। বিভিন্ন সময়ের রক এন্ড রোলের বিভিন্ন বিষয়ে লেখা কিছু মালপত্র নিয়ে ‘রকাহোলিক’।

এটা কি বই? এটা কি ম্যাগাজিন

এই উত্তরটা আমাদের জানা নাই। কয়েকটা সন্ধ্যার আড্ডায় উঠে আসা একটা প্রজেক্টের কোন নির্দিষ্ট নাম দেয়ার প্রয়োজন বোধ করিনি আমরা কেউই। আমরা না বাম না ডান না মিডল স্টাম্প। আমরা রকস্টার। আপনারাও। আপনাদের কাছে আমাদের প্রত্যেকের ইউনিক মিউজিকাল জার্নিটা পৌঁছায়ে দেওয়াটাই এই কাজের মূল ইচ্ছা। বাঁধাধরা নিয়মে না হলেও আমাদের আরেকটা ইচ্ছা হলো এই কাজটা চালায়ে যাওয়া। মানে সামনে রকাহোলিক আবার আসবে, নতুন বিষয়বস্তু নতুন নতুন জার্নি নিয়া।

সে পর্যন্ত- রক অন। কিপ রকিং...

উপল বড়ুয়া, তানভীর হোসেন
ঢাকা, ২০১৯ 

রকাহোলিক সংকলন এর সূচি

  • মাকসুদুল হক
  • বাংলাদেশের রক ইতিহাস: দ্য লেগেসি অফ আজম খান

  • আজমাঈন তূর হক
  • ০১. কোহেনের নীল বর্ষাতি
  • ০২. অমর্ত্যলোকের গান (ধারাবাহিক)

  • উপল বড়ুয়া
  • ০১. পিংক ফ্লয়েড ও আমাদের উইডি দিনগুলো
  • ০২. বাংলা কবিতা ও রক মিউজিক

  • তানভীর হোসেন
  • ০১. ক্লাব টুয়েন্টি সেভেন
  • ০২. সনি, নোকিয়া, ক্রিয়েটিভ (ধারাবাহিক)

  • রিয়াজ মাহমুদ
  • রিবর্ন অব এন আনসাং হিরো
  • (দ্য মিচ লাকার মেমোরিয়াল শো-২০১২)

  • হাসনাত শোয়েব
  • ০১. কনডেম সেলের পাথর দেয়াল বা আমাদের ব্যান্ড সঙ্গীত
  • ০২. যুদ্ধ, গণহত্যা এবং সিস্টেম অফ এ ডাউনের হেডব্যাঙ্গিং



রকাহোলিক
সম্পাদনায়: উপল বড়ুয়া , তানভীর হোসেন

প্রাপ্তিস্থান: অমর একুশে বইমেলা, ২০১৯, ফেস্টুন [স্টল: ৮৪], লিটল ম্যাগাজিন চত্বর, বাংলা একাডেমি
মূল্য: টাকা ১০০/-

মতামত:_

0 মন্তব্যসমূহ