‘চার্বাক সুমন’ রচিত দর্শনভিত্তিক উপন্যাস- “চার্বাক” আলোচনা করেছেন ‘রাহমান হারুন’

‘চার্বাক সুমন’ রচিত দর্শনভিত্তিক উপন্যাস- “চার্বাক” আলোচনা করেছেন ‘রাহমান হারুন’


স্বাধীনতা পরবর্তীকালে বাংলা কথা সাহিত্যের নবতর নির্মাণ খুব কম। আখতারুজ্জামান ইলিয়াস, মাহমুদুল হক, শহীদুল জহির যে নতুন দিক মেলে ধরেছেন কথাসাহিত্যে এর তুলনা কেবল তারা নিজেরাই। কোনো জাতির সাহিত্য কতটা এগুলো তা বোঝা যায়- সে জাতির ছোটকাগজ কিংবা স্বল্পায়ু পত্রিকাগুলোর প্রতি দৃষ্টি রাখলেই। কিন্তু এর বাইরেও বোধ করি কিছু লেখক নতুন মাত্রার লেখা লিখতে চান নিজের মতো করে। চার্বাক সুমন কর্তৃক লিখিত ‘চার্বাক’ নামক উপন্যাসটি ঠিক তেমনই একটি নবতর সৃষ্টির দিকে আলো ফেলেছে।

এই ‘চার্বাক’ উপন্যাসটি গড়ে উঠেছে প্রাচীন ভারতের চার্বাক দর্শনকে অবলম্বন করে। ফলে এই উপন্যাসকে দর্শনভিত্তিক রচনা বলাই শ্রেয় মনে করি। রচয়িতা সুমন ঠিক কী কারণে এই দর্শনকে বেছে নিলেন উপন্যাসের প্রেক্ষাপট হিশেবে সেটা আমরা ভাবতেই পারি- কেননা, চার্বাক দর্শন প্রাচীন ভারতের প্রথম দর্শন। চার্বাক নামক কোন মনীষীর অস্তিত্ব ছিল কি না এই ভারত বর্ষে তা আমরা আজও জানিনা। যেমন- খনা নামক যে বচন রচয়িতাকে আমরা একক কেউ ভাবি ঠিক তেমনই ভাবনা চার্বাক নিয়েও।

কিন্তু চার্বাক দিন শেষে একটি দর্শন হিশেবেই এসেছে আমাদের সমুখে। কী ছিল তবে চার্বাক কিংবা কে ছিলেন চার্বাক? আমাদের তা জানা নেই- ধারণা করা হয় এই নামে কোন ঋষি ছিলেন। যার চিন্তার মধ্যে প্রকাশ পেয়েছিল- বস্তুবাদী এক চিন্তা আর অস্বীকার করেছিলেন তিনি- আর্য ও অনাযের্র সকল অযৌক্তিক বিশ্বাস। চার্বাক দর্শনে ব্যাপক সমালোচনা করা হয়- আর্য ধর্মের। আর্য- অনার্যের এই বিবাদমান পর্যায় ধরে নেয়া হয় চার্বাক অনার্যের পক্ষে। এইরকম একটি পর্যায়ে চরম সত্যকেই তারা শতভাগ প্রমাণাদি দিয়েই মানতে চাইতেন তাও নন। ঘটনার কার্যকারণ, সম্পর্ক সকল কিছুই বুঝতে চাইতেন- বুঝতে চাইতেন যুক্তির দ্বারাও ফলে এই দর্শনকে বস্তুবাদী দর্শনও বলা চলে। এইরকম একটি প্রেক্ষাপটে আলোচ্য উপন্যাস এসে চমকে দেয়।

পঠিত উপন্যাস থেকে দু-একটি উদ্ধৃতি এখানে যেন হয়ে ওঠে আরও প্রণিধানযোগ্য-


‘চার্বাক, তোমাকে আরও একটি মন্ত্র শিখিয়ে দেব। সুনৃতা চার্বাককে বলল, পিতার নিকট এই মন্ত্র সম্প্রতি আবির্ভূত হয়েছে। চমৎকার এর অলংকার, ছন্দ, বাক্য ও ধ্বনি প্রবাহ। এর ছন্দের গতিময়তা যেন সরতির জলের মত স্বচ্ছ, বৈচিত্রময়, চিত্তাকর্ষক।’

‘এই মন্ত্র গুরুদেব সম্প্রতি রচনা করেছেন কি?’ চার্বাক বললেন।

‘তিনি এটি রচনা করেননি, চার্বাক! তিনি কোন মন্ত্র রচনা করেন না। ঋষি কী করে মন্ত্র রচনা করতে পারেন? দেবগণ ঋষির হৃদয়ে প্রবিষ্ট হয়ে মন্ত্রের জাগরণ করেন। যব, ব্রীহির মূল যেমন রস আহরণ করে নিয়ে যায় তেমনি ঋষির হৃদয়ে মন্ত্র উদ্গত হয়।’

‘তুমি এই নিগূঢ় পারমার্থিক জ্ঞানের জন্যে প্রস্তুত নও, চার্বাক। মৃধা বলল, যথার্থ হয় যদি তুমি সমি বৃক্ষের পরিচর্যায় আত্ম-নিয়োগ কর।’

‘যথার্থ বাক্য, মৃধা।’ চার্বাক বললেন, ‘আমি যথার্থই সর্বদা জ্ঞানের গভীরে প্রবেশ করতে সক্ষম হই না। প্রশ্নহীন কোন জ্ঞানই গ্রহণ করতে সমর্থ নই। আমার অন্তর সদা সংশয় ও ভ্রান্তি দ্বারা পূর্ণ। তুমি যা প্রচেষ্টা বিবর্জিতভাবে অর্জন কর তা অর্জন করতে আমাকে সচেষ্ট হতে হয়।’

 

উপরের উদ্ধৃতি থেকে এটা প্রমাণ হয় যে- চার্বাক দর্শনের মূল ছিল প্রমাণ, যা নানা উপায়ে  পরিষ্কার হতো। চার্বাক- উপন্যাসের মধ্যে দিয়ে লেখক তা চমৎকার ভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন বলে মনে করি।

তবে একটি কথা মনে রাখতে হয়- তা হলো, চার্বাক দর্শনের বিষয় সম্পর্কে প্রাথমিক জ্ঞান না থাকলে পাঠক যে এই উপন্যাসের মূল রস আস্বাদন করতে পারবেন তা মনে হয় না। তবে এই উপন্যাসখানি বাংলাসাহিত্যে নবতর সংযোজন হয়ে রবে। নতুন পাঠকগণও উপকৃত হবেন এই গ্রন্থ পাঠ করে। ভাষার যে কাব্যিকতা প্রকাশ পেয়েছে লেখকের রচনায় তা প্রশংসার যোগ্য।

~=~=~=~=~=~

চার্বাক 
চার্বাক সুমন
প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর
প্রকাশক: টাঙ্গন প্রকাশনী, ঢাকা।
প্রকাশকাল: ২০২০
পৃষ্ঠা: ১১৬
মূল্য: ১৯৫ টাকা।
ISBN: 9 789849 421467


মতামত:_

0 মন্তব্যসমূহ