'আওয়াজ' উপন্যাস প্রকাশকালে লেখক মোহনা সেতুর সাক্ষাৎকার

 'আওয়াজ' উপন্যাস প্রকাশকালে লেখক মোহনা সেতুর সাক্ষাৎকার
২০২০ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মোহনা সেতু'র উপন্যাস "আওয়াজ", প্রকাশ করেছে ঘাসফুল, প্রচ্ছদ করেছেন শামীম আরেফিন ৷ দাম রাখা হয়েছে ১৫০ টাকা

নতুন বই প্রকাশকালের অনুভূতি এবং সাহিত্যবিষয়ক বিভিন্ন ভাবনা নিয়ে মোহনা সেতু কথা বলেছেন গ্রন্থগত ডট কম এর সঙ্গে। 

--------------------------------------------------

❑  সম্প্রতি আপনার বই প্রকাশিত হলো৷ আপনার অনুভূতি জানতে চাই৷

উত্তরঃ আমি আসলে উচ্ছ্বাসিত নই আমার বই বেরিয়েছে এজন্য। আমি বরং চিন্তিত এজন্য যে কতটুক সাহিত্যে দিতে পারলাম এ নিয়ে।

❑  বই প্রকাশের সিদ্ধান্তে উপনীত হলেন কীভাবে?

উত্তরঃ বই প্রকাশের সিদ্ধান্ত আমি নিয়েছিলাম খুব ছোট বয়সে। তখন কেন নিয়েছিলাম সেই স্মৃতিটুকুনও মনে নেই। আমার বয়স তখন ৬ বছর। আমি সেসময় দুইটা ছড়া লিখি। কাছের কয়েকজনকে দেখাই। জানিনা ওনারা বাচ্চা মানুষ বলে খুশি করাতে বলেছিল কিনা।  সবার প্রশংসা পেয়েছিলাম। তখনই সিদ্ধান্ত নেই বই আসবে আমার নামে। লেখক হব একদিন। জানিনা লেখক হতে পেরেছি কিনা তবে ফাইনালি বই আমার এসেছে দুটো।

পেটের খোরাক মিটানো অত্যাবশ্যকীয় ভাবি কিন্তু মনের খোরাকটা খেয়ালেই আনিনা।

❑  বইটি প্রকাশ করতে প্রকাশক নিয়ে জটিলতায় পড়তে হয়েছিলো কি?

উত্তরঃ বই প্রকাশ করতে প্রকাশক নিয়ে জটিলতা- এই ব্যাপারে আমি বলব কোন পথই সহজ হয়না। বাধা থাকবেই, প্রতিবন্ধকতার সম্মুখীন হতেই হবে। হ্যা হয়েছিল। তবে ঘাসফুল, মানে আমার বইটা যে প্রকাশনী থেকে আসে সেই প্রকাশনী থেকে কোন রকমই ঝামেলার সম্মুখীন হতে হয়নি।

❑  নিজের লেখার প্রতি আত্মবিশ্বাস কতটুকু?

উত্তরঃ নিজের লেখার প্রতি আত্মবিশ্বাস আছে অবশ্যই। না থাকলে বইটা আনতামই না। কতটুকু? মাপজোক বলতে পারব না। তবে দিনকে দিন আত্মবিশ্বাসটা বাড়ছে।

আমি কবিতা দিয়ে যাত্রা শুরু করি। যৌথ কবিতার বই।
❑  উপন্যাস কেন লিখলেন? ভাব প্রকাশের জন্য শিল্পের আরও তো মাধ্যম আছে।

উত্তরঃ ভাব প্রকাশের জন্য শিল্পের আরো মাধ্যম আছে ঠিক। তবে লেখক মাধ্যমগুলোর ভিড়ে কোনটা বেছে নিবে সেটা  নিজস্ব স্বাধীনতা। আমার ব্যাপারটা যদি বলি, আমি কবিতা দিয়ে যাত্রা শুরু করি। যৌথ কবিতার বই। এরপর লিখি পরপর দুটো উপন্যাস। পরের বার গল্পগ্রন্থ করার ইচ্ছে আছে। আপনি খেয়াল করলে দেখবেন খুব কমই আছেন সাহিত্যে যে কেবল একটা মাধ্যমেই বিচরণরত ছিলেন।

❑  অনেকে বলেন লেখার ক্ষেত্রে প্রস্তুতির প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা প্রস্তুতির কথা জানতে চাই।

উত্তরঃ  প্রস্তুতি অবশ্যই দরকার। এটা কেবল যে সাহিত্য জগতে তা মোটেই নয়। সব ক্ষেত্রেই। আর আমার প্রস্তুতি বলতে বইটা লিখে রেখেছিলাম। দুইবছরে অনেক বার পড়তাম কিছুদিন পর পরই। আর নতুন করে কাহিনীর মোড় ঘুরাতাম। ভুল ভ্রান্তি গুলা চোখে পড়ত।

❑  শিল্প না কি পাঠক, আপনার দায়বদ্ধতা কার কাছে?

উত্তরঃ শিল্প পাঠক একে অপরের পরিপূরক। দুটোরই প্রয়োজন রয়েছে।

❑  অধিকাংশ লেখক বইমেলাকে কেন্দ্র করে বই প্রকাশ করে, বিষয়টিকে আপনি কীভাবে দেখেন?

উত্তরঃ হ্যাঁ। বেশির ভাগ লেখকই বইমেলাকে কেন্দ্র করে বই প্রকাশ করেন। আবার অনেকেই বইমেলা ছাড়াও করেন। সংখ্যাটা কম। এর আগে নিশ্চিত করতে হবে বইমেলা ছাড়া বইটা পাঠক গ্রহণ করবেন কিনা। কারণ আমরা রেস্টুরেন্টে খাই সারা বছর। পেটের খোরাক মিটানো অত্যাবশ্যকীয় ভাবি কিন্তু মনের খোরাকটা খেয়ালেই আনিনা। এজন্যই বইমেলা ছাড়া বই আনতে আমরা সাহস করিনা। লেখক বা প্রকাশক দায়ী নয় এতে দায়ী পাঠকরা।

===============
আওয়াজ
মোহনা সেতু
প্রকাশনী - ঘাসফুল
প্রকাশক - মাহাদী আনাম
প্রচ্ছদ শিল্পী - শামীম আরেফিন
মুদ্রিত মূল্য - ১৫০৳

মতামত:_

0 মন্তব্যসমূহ