চাতক প্রায় অহর্নিশি - সুমন মজুমদার

চাতক প্রায় অহর্নিশি - সুমন মজুমদার


অমর একুশে বইমেলায় বেরিয়েছে কথা সাহিত্যিক সুমন মজুমদারের গল্পগ্রন্থ ‘চাতক প্রায় অহর্নিশি’। ভিন্ন ধর্মী আটটি গল্প নিয়ে সাঁজানো এ বইয়ে একাধারে উঠে এসেছে মানব মনের বিচিত্র সব ভাবনা এবং সংকট। গল্পগুলো সম্পর্কে খানিকটা আঁচ পাওয়া যায় বইটির মুখবন্ধে। সেখানে লেখা হয়েছে,

জগতের সবকিছুতে জুড়ে থেকেও বিপন্নতা আর বিচিত্র বিচ্ছিন্নতাবোধ কোন কোন মানুষকে তাড়িয়ে বেড়ায় সর্বক্ষণ। এই বিপন্নতা হতে পারে অর্থনৈতিক, সামাজিক, স্থানিক, মনোদৈহিক এমনকি রাষ্ট্রীয়। তেমন কিছু অনুভূতি আর কল্পনা বিস্তারিকরণ এই গল্পগুলো। সেইসঙ্গে অবদমিত প্রেম, সত্য-অন্বেষা, মনঃসমীক্ষণ, পরাজয়, গ্লানি, আত্মবিরক্তিরও ক্যানভাস।


এর আগে সুন্দরবনের সীমান্ত নদী রায়মঙ্গল পারের জনজীবন নিয়ে সুমন মজুমদারের উপন্যাস ‘রাইমঙ্গল’ পাঠক মহলে বেশ সাড়া ফেলে। সুন্দরবনের বাঘ, কুমীরের সাথে লড়াই করে বেঁচে থাকা মৌয়ালী, বাওয়ালী, জেলেসহ নানা পেশাজীবী মানুষের জীবনসংগ্রামের কাহিনী এই উপন্যাসের প্রাণ। সেখানে কয়েক দশক ধরে কীভাবে মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার শিক্ষা ছড়িয়ে দেয়া হচ্ছে, বিপরীতে সাধারণ মানুষের প্রতিরোধ, আত্মসমর্পণ ইত্যাদির শৈল্পিক চিত্রায়ন বিদগ্ধজনদের প্রশংসা পেয়েছে। এ উপন্যাস অবলম্বন করে মঞ্চ নাটকও হয়েছে। উপন্যাসটির সুনামের বিষয়টি এবারও মাথায় রেখে লেখক প্রকাশ করেছেন তার এ নতুন গল্পগ্রন্থ।

‘চাতক প্রায় অহর্নিশি’ বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ, প্রকাশ করেছে বিদ্যা প্রকাশ। ৮৮ পৃষ্ঠার বইয়ের মূল্য ২৪০ টাকা। ISBN নম্বর: 9789849624648

মতামত:_

0 মন্তব্যসমূহ