মুক্তিযুদ্ধের কিশোর গল্প - সম্পাদনা: হাসান হাফিজ

মুক্তিযুদ্ধের কিশোর গল্প - সম্পাদনা: হাসান হাফিজ

মুক্তিযুদ্ধের কিশোর গল্প
সম্পাদনা: হাসান হাফিজ

প্রকাশক: সিঁড়ি প্রকাশন, ঢাকা
প্রচ্ছদ: ধ্রুব এষ
মূল্য: ২৫০ টাকা
পৃষ্ঠাসংখ্যা: ১২৮
ISBN: 978-984-90073-1-9

বাঙালির রাজনৈতিক ইতিহাসে মুক্তিযুদ্ধ একটি মহান উপাদান। এই যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি আত্মমর্যাদা, আত্মসম্মান ও অহঙ্কার। মুক্তিযুদ্ধে পাকিস্তানী বাহিনীর হাত থেকে বিজয় ছিনিয়ে আনতে বলি দিতে হয়েছে লক্ষ লক্ষ বাঙালি জীবন, হারাতে হয়েছে লক্ষ লক্ষ মা-বোনের সম্ভ্রম। অপরিমেয় ত্যাগ ও বেদনাকে উৎসর্গ করতে হয়েছে মুক্তিযুদ্ধের বেদীমূলে। মহান মুক্তিযুদ্ধ আমাদের হাজার বৎসরের ইতিহাসে সবচেয়ে আলোকিত ঘটনা। স্থানীয় রাজাকার ও আল-বদর এবং পাকিস্তানীদের অত্যাচার নির্যাতন হত্যাকাণ্ডের ইতিহাস হাজার বছর ধরে বললেও শেষ হবে না। মুক্তিযুদ্ধের অনেক অজানা ঘটনা অকথিত অগ্রন্থিত থেকে গেছে। স্বাধীনতা পরবর্তীকালে আত্মনিয়ন্ত্রণের অধিকার ফিরে পাওয়ার পর শুরু হয় রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি বিনির্মাণের কর্মযজ্ঞ। এর প্রভাব পড়ে সাহিত্যের বিভিন্ন শাখায়। দেশপ্রেমী সাহিত্যিকগণ মুক্তিযুদ্ধকে উপজীব্য করে রচনা করেন বিভিন্ন গল্প-কবিতা-নাটক-উপন্যাস। মুক্তিযুদ্ধের ইতিহাসকে আশ্রয় করে রচিত হতে থাকে নানারকম সৃষ্টিশীল শিল্প-প্রকরণ।

প্রখ্যাত সাংবাদিক হাসান হাফিজ সংকলিত 'মুক্তিযুদ্ধের কিশোর গল্প' বইয়ে মুক্তিযুদ্ধকে আশ্রয় করে রচিত হওয়া বিশটি গল্প স্থান পেয়েছে। স্বনামধন্য লেখকদের রচিত প্রত্যেকটি গল্পে মুক্তিযুদ্ধকে কিশোর তরুণদের দৃষ্টিকোণ থেকে বর্ণনা করা হয়েছে। মুক্তিযুদ্ধকালীন ও পরবর্তীকালে কিশোরদের জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনা পেয়েছে গল্পের রূপ। লেখকেরা প্রত্যেকেই কমবেশী মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট। কেউ সরাসরি যুদ্ধ করেছেন, কেউবা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। তাদের আপন অভিজ্ঞতা ও কল্পনার বুনোনে রচনা করেছেন মুক্তিযুদ্ধ কেন্দ্রিক নানা অকথিত গল্প। গল্পগুলোর প্রত্যেকটি অভিজ্ঞ লেখকের রচনাগুণে এতটাই উৎকর্ষ লাভ করেছে যে তা শিশু-কিশোরদের গণ্ডী পেরিয়ে বড়দেরকেও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত করবে। সম্পাদক যথার্থই বলেছেন যে-

এসব রচনা শুধু শিশুকিশোরই নয়, বয়স্ক পাঠককেও প্রাণিত করবে, আলোড়িত করবে।

সূচীপত্র দেখে লেখক ও গল্পগুলোর সাথে পরিচিত হওয়া যাক।
  • আনিসুল হক: কালরাত্রি
  • আনোয়ারা সৈয়দ হক: মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম
  • আবু কায়সার: লুৎফর রহমানের কুকুর
  • আমীরুল ইসলাম: রক্ত গোলাপ
  • আলী ইমাম: হাবা
  • আলী হাবীব: মায়ের কোলে ফেরা
  • আহমাদ মাযহার: অমল যাবে মুক্তিযুদ্ধে
  • আহসান হাবীব: শহীদ মইন সড়ক
  • ইমদাদুল হক মিলন: উনিশ শো একাত্তর
  • এনায়েত রসুল: দুঃখ মোছার দিন
  • জাফর তালুকদার: রতনের যুদ্ধযাত্রা
  • ধ্রুব এষ: আমার বোকা বাবা
  • ফরিদুর রেজা সাগর: একাত্তরের অহংকারী
  • ফারুক নওয়াজ: বাবার ছবি
  • মঈনুল আহসান সাবের: তুহিন, তোকে বলছি
  • মঞ্জু সরকার: বাবার মতো মুক্তিযোদ্ধা
  • মুহম্মদ জাফর ইকবাল: নূরুল এবং তার নোট বই
  • রাবেয়া খাতুন: অপারেশন কদমতলী
  • সেলিনা হোসেন: নিটুর যুদ্ধ
  • হুমায়ূন আহমেদ: সূ্র্যের দিন

গল্পগ্রন্থে স্থান পাওয়া প্রত্যেকটি গল্পই হৃদয় ছুঁয়ে যায়। কোন গল্পে কিশোর তরুণ যুদ্ধের স্বরূপ চেনে, সে নিজে যুদ্ধে যাওয়ার জন্য মানসিক শক্তি অর্জন করে, দেশপ্রেমের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক বোধ তৈরি হয়; কোন গল্পে সে নিজেই পালিয়ে গিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়। কোন গল্পে কিশোরের বাবা-কাকা যুদ্ধে যায়, কোন গল্পে তারা ফিরে আসে আবার কোন গল্পে তারা ফিরে আসে না। কোন গল্পে মাত্র আড়াই বছরের ছোট শিশু পুতুল ২৫ মার্চের কালো রাত্রিতে তার বাবা মাকে হারিয়ে ফেলে অসহায় হয়ে যায়, আবার কোন গল্পে মিঠুর অধ্যাপক বাবাকে তার জন্মের রাত পেরিয়ে ভোর হতে না হতেই পাকিস্তানীদের হাতে নৃশংস হত্যার শিকার হতে হয়। কিশোরী তরুণীরাও মুক্তিযুদ্ধে নিস্ক্রিয় বসে থাকে না। তারাও নিজেদের সাধ্যমতো মুক্তিযোদ্ধাদের খাদ্য-চিকিৎসা দিয়ে সাহায্য করে।

আমি বিশেষ করে আহসান হাবীব রচিত 'শহীদ মইন সড়ক' গল্পটির কথা বলতে চাই। মুক্তিযুদ্ধ শেষে এক কিশোর তরুণ রিক্সায় চড়ে ব্যক্তিগত প্রয়োজনে শহীদ মইন সড়কে অবস্থিত আত্মীয় বাড়ি যায়। কিন্তু রিক্সাওয়ালা তার কাছ থেকে কোন ভাড়া নেয় না। কারণ শহীদ মইন সেই রিক্সাওয়ালার সন্তান। এই সড়কে যারা আসে তাদের কারও কাছ থেকে তিনি  রিক্সা ভাড়া নেন না। কতিপয় রাজাকার আল বদর বাংলাদেশবিরোধী পরিবার বাদে এদেশের বেশিরভাগ পরিবার মুক্তিযুদ্ধের সাথে কোন না কোনভাবে জড়িত। প্রত্যেকটি পরিবার মুক্তিযুদ্ধের প্রতি আবেগমাখানো এক অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা অনুভব করে। ১৯৭১ পরবর্তী চল্লিশ বৎসরের বেশি সময় পরেও তাদের হৃদয়ে মুক্তিযুদ্ধ কিভাবে অনুরণিত হয়, তার একটি চিত্র অনুভব করা যায় আহসান হাবীব রচিত 'শহীদ মইন সড়ক' গল্পটিতে।

আলোচ্য গল্পগ্রন্থের সবগুলো গল্পই কিশোর তরুণদের মননে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে সাহায্য করবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এমন গ্রন্থ প্রকাশের জন্য সিঁড়ি প্রকাশনকে ধন্যবাদ জানাই। সাথে সাথে সম্পাদক হাসান হাফিজের প্রতিও কিশোরদের জন্য মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ 'মুক্তিযুদ্ধের কিশোর গল্প' বইটি প্রকাশের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি।

মতামত:_

0 মন্তব্যসমূহ