সিনেমা ও হেজিমনি | জাহেদ সরওয়ার

সিনেমা ও হেজিমনি | জাহেদ সরওয়ার

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হলো জাহেদ সরওয়ারের চলচ্চিত্র চিন্তা বিষয়ক বই সিনেমা ও হেজিমনি। হলিউড, বলিউড ও ঢাকাই সিনেমা নিয়ে লেখাগুলো তিন পর্বে সাজানো হয়েছে। বিশেষ করে হলিউড ও বলিউড পর্বের আলোচনা তিনি দেখাতে চেয়েছেন কীভাবে সিনেমাও ক্ষমতাবানদের স্বার্থ রক্ষা করে। ক্ষমতাবানদের পাওয়ার প্রেক্টিস লুকিয়ে থাকে সিনেমার কাহিনির পরতে পরতে। আর চমকপ্রদ ক্যামেরার কাজ দিয়ে কাহিনির মাধ্যমে তারা স্টার সৃষ্ঠি করে। সেই স্টারকে ভালবাসার মধ্যে দিয়ে গ্রহণ করতে বাধ্য করে তাদের বুর্জোয়া সংস্কৃতি।

সিনেমা ও হেজিমনি
জাহেদ সরওয়ার

বইটির প্রকাশক খড়িমাটি। ভেতরে অনেক ছবি সম্বলিত ১৬২ পৃষ্ঠার বইয়ের দাম রাখা হয়েছে ২০০টাকা।

পাওয়া যাচ্ছে ৪৮৫ নাম্বার স্টলে।

মতামত:_

0 মন্তব্যসমূহ