দেশলাই (কামরুজ্জামান জাহাঙ্গীর সংখ্যা) | সম্পাদক: সুমন দীপ

দেশলাই (কামরুজ্জামান জাহাঙ্গীর সংখ্যা) | সম্পাদক: সুমন দীপ

অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ প্রকাশিত হলো সুমন দীপ সম্পাদিত লিটলম্যাগ ‘দেশলাই’ এর কামরুজ্জামান জাহাঙ্গীর সংখ্যা৷

এই সংখ্যা প্রসঙ্গে সম্পাদক সুমন দীপ বলেন, “আমরা মনে করি কামরুজ্জামান জাহাঙ্গীর অবশ্যই কতিপয় অনুপ্রেরণা, অংশগ্রহণমূলক প্রচেষ্টা ও জিঁইয়ে রাখবার সেই শৈবাল জল যেখানে তৃষ্ণা হয়তো মেটে না কিন্তু বেঁচে থাকবার সংগ্রামশীল উদ্দীপনা ও নিমগ্নতার জন্ম দেয়, একটা ল্যান্ডস্কেপ তৈরি হয়, আমরা একজন ডাকহরকরার দেখা পাই।

সংখ্যাটি মূলত কামরুজ্জামান জাহাঙ্গীরের প্রকাশিত পুস্তক ছাড়া তাঁর লেখা গল্প, উপন্যাস, গদ্য, প্রদানকৃত সাক্ষাৎকার, পুস্তকালোচনা, তাঁর লেখা চিঠি ও দৈনন্দিন রোজনামচা’র সমন্বয়ে একজন শিল্প-সাহিত্যপ্রেমী মানুষ কামরুজ্জামান জাহাঙ্গীর’এর যাপিত জীবন, ব্যক্তিত্তোর পথচলা এবং চর্চার যোগসূত্র উপস্থাপন বলা যেতে পারে।”

সংখ্যাটির শুরুতেই কামরুজ্জামান জাহাঙ্গীর এর ‘নিজেকে নিজের মনে দেখা’ দিয়ে আরম্ভ হয়ে ক্রমান্বয়ে রয়েছে-

গল্পসরগম বিভাগে রয়েছে কামরুজ্জামান জাহাঙ্গীর এর ৮ টি গল্প৷

কামরুজ্জামান জাহাঙ্গীরের উপন্যাস ‘খুন বর্ণের ওম’৷

গদ্যধারা বিভাগে রয়েছে তাঁর ৯টি গদ্য৷

রয়েছে ৬টি সাক্ষাৎকার এবং বিভিন্ন জনকে লেখা তাঁর ১৬টি চিঠি৷

২০০৩ সালের রোজনামচা থাকছে৷

‘বই বাহাস’ বিভাগটি তিন অংশে বিভক্তঃ

‘আত্ম প্রতিপক্ষ’ অংশে রয়েছে কামরুজ্জামান জাহাঙ্গীর এর নিজের তিনটি বই নিয়ে তার নিজের আলোচনা৷

‘কাজীর দহলিজ’ অংশে রয়েছে অন্যের চারটি বইয়ের উপর তাঁর আলোচনা৷

‘দর্জিনামা’ অংশে রয়েছে তাঁর বই নিয়ে অন্যদের করা এগারোটি আলোচনা৷

এ সংখ্যায় থাকছে কামরুজ্জামান জাহাঙ্গীর এর লাইফ স্কেচ৷

‘রক্তবান্ধব’ বিভাগে রয়েছে তাঁর বড় এবং ছোট ভাইয়ের মূল্যায়ন৷

‘আজন্মবান্ধব’ বিভাগে রয়েছে তাঁর সহধর্মিণী নার্গিস নাহার মেরী'র সাক্ষাৎকার৷

‘প্রত্নপাতা’ বিভাগে রয়েছে তাঁকে নিয়ে ৫১ জন লেখকের স্মৃতিচারণ৷

৬৬৪ পৃষ্ঠার সংখ্যাটির মূল্য ৩০০ টাকা৷
পাওয়া যাবে বাংলা একাডেমির বইমেলায়।

দেশলাই, স্টল নং-১৩, লিটলম্যাগ চত্ত্বর৷

মতামত:_

0 মন্তব্যসমূহ