ভাড়ায় চালিত পা | কবির হোসেন

ভাড়ায় চালিত পা | কবির হোসেন

একুশে বইমেলায় (২০১৯) প্রকাশিত হয়েছে কবির হোসেনের কাব্যগ্রন্থ ‘ভাড়ায় চালিত পা’। বইটিতে চল্লিশটি কবিতা রয়েছে।

বইটি সম্পর্কে লেখক কবির হোসেন জানান,
পথে ভ্রমণে একেকজন একেক দৃশ্যের সৌন্দর্য্য বা এর আনন্দ ধরে এগিয়ে যায়। কেউ বৈকালিক রোদের অশালীন স্পর্শ এড়িয়ে ছায়া গুনে গুনে হেঁটে যায়। তো কেউ সারি সারি বা অবিন্যস্ত গাছদের দূরত্ব মেপে। কেউ পাখি বা বাতাসের বা পাতার গানে মনোযোগ দিয়ে, কেউ রাস্তার বাঁক গুনে গুনে। কেউবা আহত চারপাশের আর্তনাদের আনন্দ নিয়ে। এদের মাঝে এমনও কেউ আছে যে নিজের ভেতরে ডুব দিয়ে মাছের আনন্দ নিয়ে হেঁটে যায়, আনমনে। ‘ভাড়ায় চালিত পা’ হয়তো তারই পা, যে পায়ে চড়ে পাঠক নিজের ভেতরের সৌন্দর্য্যে মুগ্ধ বা আহত যাই হোক-আনন্দ কুড়াবে।


বইটি প্রকাশ করেছে চন্দ্রবিন্দু প্রকাশন (স্টল ৪৭১)।
দাম ১৪০ টাকা।

মতামত:_

0 মন্তব্যসমূহ