মিথ্যেরা সাত বোন | মোহাম্মদ জসিম

মিথ্যেরা সাত বোন | মোহাম্মদ জসিম

জেব্রাক্রসিং প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে মোহাম্মদ জসিম এর কবিতার বই “মিথ্যেরা সাত বোন” 

বইয়ের ভূমিকায় লেখক বলেন -

ভরকেন্দ্রে দাঁড়িয়ে—জীবনের কক্ষপথে উড়তে থাকা ঘুরতে থাকা বিবিধ ঘটনাবলী, দেখলাম—জন্ম দিচ্ছে যুদ্ধের আবহ। ব্যক্তির সাথে সমগ্রের যুদ্ধে—জয় আর পরাজয়ের নড়বড়ে দাঁড়িপাল্লার নিচে, অস্তিত্বের শেকড়-বাকড় কোলে নিয়ে বসে আছে অন্য একজন! স্ববিরোধী কবি—নিজেই নিজের মুখোমুখি, বাস্তব ও অলৌকিকের মাঝামাঝি দুলছেন। চিনচিনে ব্যথার মতো নিজের ভেতরে বইতে থাকা চোরাস্রোত, নিঃসঙ্গতা, দুঃখ ও দৈন্যের দ্বিধাবিভক্ত ভাষারূপ "মিথ্যেরা সাত বোন"। আর—জালের মতো জড়িয়ে থাকা সম্পর্কের দ্যুতি, শূন্য থেকে সাম্যে পৌছুনোর বিপুল ভ্রমণপথে কুড়িয়ে পাওয়া সুন্দর—যা কিছু বাস্তবে, পরাবাস্তবে—শিল্পের প্রসাধনে বিমূর্তীকরনের পর, যতটুকু কবিতা বলা যায়, তাই। প্রচল গদ্যকবিতার ভাব ও ভাষাভঙ্গির বাইরে, স্বতন্ত্র স্বরসৃষ্টির নিরলস প্রচেষ্টাও, অংশত। তাই—"মিথ্যেরা সাত বোন" যতটুকু ধারণ করে, প্রকৃত প্রস্তাবে নিজেরই নির্জনতা, স্বগতোক্তি অথবা দ্ব্যর্থক প্রলাপ আর যত ভুলভাল স্বপ্নের দ্রোহরূপ। আত্মখননের এই উৎসবে বিক্ষত পাঠকমন নিজেকে খুঁজে পাবেন শিল্পের সুষম রসায়ণে।

মোহাম্মদ জসিম
বরিশাল ২০১৯

প্রকাশক: দন্ত্যন ইসলাম                                                   
প্রচ্ছদশিল্পী: আল নোমান
প্রাপ্তিস্থান: অমর একুশে বইমেলা, ২০১৯, জেব্রাক্রসিং [স্টল:৩৩২], সোহরাওয়ার্দী উদ্যান

মূল্য: টাকা ১৬০/-

মতামত:_

0 মন্তব্যসমূহ