পুরুষপাঠ | নাহিদা নাহিদ

পুরুষপাঠ | নাহিদা নাহিদ

অমর একুশে গ্রন্থমেলা ২০১৯য়ে প্রকাশিত হল গল্পকার নাহিদা নাহিদের গল্পগ্রন্থ ‘পুরুষপাঠ’।

বইটি সম্পর্কে তিনি বলেন, ‘পুরুষপাঠ -এ শুধু পুরুষের গল্প নয়; পুরুষের ভেতরে নির্বিবাদে বাসে থাকে যে নিঃসঙ্গ মানুষ, সে কখন শুধুই পুরুষ হতে পারে না। তার ক্রমাগত ক্ষয়ে যাওয়া, যাপিত জীবন হতে উৎসারিত বেদনা, তাকে বহু রূপে প্রকাশিত করে। পুরুষের প্রণয় নারীকে একদিকে যেমন করে তোলে মহান। অপরদিকে তেমনি তাদের উন্নাসিকতার বিপরীতে নারীর ক্লেদ-গ্লানি-হতাশা; হিংসা-দ্বেষ ও অসহায় আত্মসমর্পণ তাকে উৎসাহী করে ধীরে ধীরে পুরুষ হয়ে উঠবার অবদমিত আকাঙ্ক্ষায়।

কথাসাহিত্যিক নাহিদা নাহিদ পেশায় একজন শিক্ষক । তাঁর জন্ম ১৯৮৩ সালের ৫ জানুয়ারি, চাঁদপুর। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর শেষে “কথাসাহিত্যে” পিএইচডি করছেন। বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। ইতোপূর্বে তার গল্পগ্রন্থ ‘যূথচারী আঁধারের গল্প’ জেব্রাক্রসিং থেকে প্রকাশিত এবং এর আগে ‘অলকার ফুল’ নামে তার আরও একটি গল্পগ্রন্থ ‘বাঙ্গালি থেকে’ প্রকাশিত হয়। নাহিদা নাহিদ গত ২৯ জানুয়ারি ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০১৮’ লাভ করেন।

পুরুষপাঠ
নাহিদা নাহিদ

ঐতিহ্য প্রকাশনী থেকে গ্রন্থটি প্রকাশিত হয়েছে।
বইটির মূল্য ১৮০ টাকা।

মতামত:_

0 মন্তব্যসমূহ