গ্রন্থমেলায় শামীম সৈকতের কবিতা পুস্তিকা ‘মেরুন সন্ধ্যালোকে’

শামীম সৈকতের কবিতা পুস্তিকা ‘মেরুন সন্ধ্যালোকে’

প্রকাশিত হচ্ছে শামীম সৈকতের প্রথম কবিতাপুস্তিকা ‘মেরুন সন্ধ্যালোকে’। ২২ টি কবিতা নিয়ে দেড় ফর্মার এ পুস্তিকাটি প্রকাশ করছে ঘোড়াউত্রা প্রকাশনী। প্রচ্ছদ মাইদুল রুবেল ৷

বইটি প্রসঙ্গে শামীম সৈকত বলেন,
অনেকে প্রশ্ন করেন, "বইটি আমি কেন কিনবো? " তাঁদেরকে বলছি, আমি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির ব্রান্ড প্রোমোটার না। বই কিনুন, বই পড়ুন, প্রিয়জনকে উপহার দিন। মানবজাতির মুক্তির পথ এখানেই লুকায়িত।

শামীম সৈকতের জন্ম ও বেড়ে ওঠা কুড়িগ্রামে। ২০০৭ সাল থেকে কবিতা লিখছেন তিনি৷

অমর একুশে গ্রন্থমেলায় এটি লিটল ম্যাগাজিন চত্বরে দেশলাই এর  স্টলে  পাওয়া যাবে৷ দাম ৪০ টাকা মাত্র।

--------------------------
শামীম সৈকত
মেরুন সন্ধ্যালোকে

মতামত:_

0 মন্তব্যসমূহ