কবি মাহবুব ইসলামের ভাষ্যে রুদ্র রিয়াজের 'নিরুদ্দিষ্ট রাজহাঁস' কাব্যের রিভিউ

কবি মাহবুব ইসলামের ভাষ্যে রুদ্র রিয়াজের 'নিরুদ্দিষ্ট রাজহাঁস' কাব্যের রিভিউ

 (প্রারম্ভিক আলোচনা)

"কাছে গিয়ে দেখি
সবাই তীব্র একাকী!"


কোন কেন্দ্র নেই, কোন ভরকেন্দ্র নেই, যেখানে দাঁড়াই পায়ের তলা থেকে সরে যায় প্রস্বেদন ক্রিয়া। এই শূন্যতা, নিহিলিজম, কেন্দ্রহীনতা ও অর্থহীনতার এই পৃথিবীতে নিরুদ্দিষ্ট হয়ে চলছে সময়ের রাজহাঁস। এই রাজহাঁস কে? আপনি আমি কিংবা কাফকা'র স্যামসা। সবাই। আমরা সবাই যেতে চাই কিন্তু কোথায়?  কবি এ্যাবসার্ড থিয়েটারের অথর্বতার কথা মনে করিয়ে দেয়। বেকেট যেমনটা বলেন:-

" এখানে আমরা কী করছি এটাই মূল সমস্যা "


রিয়াজের কবিতা অস্তিত্বের চরম সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

" ইঁদুরের শহরে বিড়ালরা সংখ্যাগরিষ্ঠ তাই
'বেঁচে থাকা ' কেনার মতো আমাদের সামর্থ্য নাই।"
"যে যতো গভীরে যায়
সে তত অগভীরে যায়। "


কিংবা

"এ পৃথিবীর অন্তহীন দেয়ালে আমি কেবলই প্রতিধ্বনি। "
"বাঙালি প্রাণভরে হাসতে পারে না
কেননা তার ফুসফুস বিভিন্ন স্বার্থক্যান্সারে আক্রান্ত "


আমরা যে একটা ট্রাপে আটকে আছি এবং পালাবার পথ নেই সার্ত্রের " being and nothingness " এর অস্তিত্ববাদের ইংগিত পাই প্রায় কবিতায়। 'Man is condemned to be free' কিংবা কাফকা যখন বলে" when I am free, I'm lost" স্বাধীনতা যে একটা মিথ্যা আস্ফালন। মানুষ স্বাধীন হতে গিয়ে আরও বন্দী হয়ে পড়ে এই কথাটা মনে করিয়ে দেয়

" মানুষ কারাগার থেকে পালাতে গিয়ে কারাগারেই ফিরে আসে।"
" ষাড় থেকে বলদে রূপান্তরিত হওয়ার ইতিহাসই সভ্যতা"।
" ঘরের দরকার মানুষের না কি মানুষের ঘরের?
এই সংকটে তীব্র হতে হতে ফোটে সংখ্যাহীন ফুল--
ওগো দূরের চঞ্চল আজন্ম এক চিতা বুকে নিয়ে
তবুও হেরে যাও দৌড়ের সামান্য প্রতিযোগিতায়!"



এরকম অসংখ্য maxim  পাওয়া যায় কবিতার পরতে পরতে পাওয়া যায় যা খুবই উইটী, এবং  আমাকে ভাবাতে শেখায়।


আাশা করি রূদ্র রিয়াজের কবিতার বই" নিরুদ্দিষ্ট রাজহাঁস"  পাঠকমহলে সমাদৃত হবে।

**********
নিরুদ্দিষ্ট রাজহাঁস
রুদ্র রিয়াজ
প্রকাশক: ঘাসফুল, একুশে বইমেলা ২০২৪
মেলায় পাওয়া যাবে— স্টল নং- ১৪৭-১৪৮

মতামত:_

0 মন্তব্যসমূহ