সুসাহিত্যিক দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তাঁর কলম সবসময় বলে এসেছে মানুষের কথা, মানুষের জীবন সংগ্রামের কথা। আমাদের আশেপাশে থাকা সেইসব মানুষজন যাদের আমরা দেখলেও ঠিক চিনে উঠতে পারি না, কখনো তাদের দৈনন্দিন জীবনের লড়াই ফুটে ওঠে দেবাশিসবাবুর লেখায়; কখনো লিপিবদ্ধ হয় আমাদের সেই সহযাত্রীটির রোজনামচা যার সঙ্গে দু'বেলা শুধু হাসি বিনিময় হয় আমাদের। আবার কখনো প্রেম নানা রঙে, নানা রূপে ভেসে এসে আচ্ছন্ন করে আমাদের মন।
অনিতা, লখিন্দরি, দাশরথি, মানিক ভুইঞা- এইরকম অজস্র কালজয়ী চরিত্র ও তাদের প্রতিদিনের মানসিক টানাপোড়েন, ভালোবাসা, সুখ-দুঃখ আর জীবনের ওঠা-পড়া নিয়ে পরিপূর্ণ হয়ে উঠেছে এই 'ছোটগল্প সমগ্র'-এর ঝুলি। যে গল্পগুলো আমাদের শুনিয়ে চলে- ফেলে আসা সময়, ছেড়ে আসা শহর-শহরতলি আর মানুষের দিনযাপনের প্রতিদিনের রোজনামচা। বেশ কয়েকটি ছোটগল্প থেকে ইতিমধ্যে ছায়াছবিও তৈরি হয়েছে যথা- কাঁটাতার, ডেথ সার্টিফিকেট, বহুরূপী।
সুসাহিত্যিক দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের প্রায় হারিয়ে যেতে বসা ছোটগল্পগুলিকে একত্র করে দুই মলাটে প্রকাশ করা হল। বিশেষ কৃতজ্ঞতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র চিত্রপরিচালক, নাট্যকার ও কবি রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়কে। যাঁর আন্তরিক সহযোগিতা ছাড়া এই গ্রন্থ পাঠকের দরবারে নিয়ে আসাটা সম্ভবপর ছিল না।
প্রকাশনার তরফে
মানব জীবনের প্রতিদিনের বেঁচে থাকার নিরন্তর সংগ্রাম এবং ঘাত-প্রতিঘাতের সুনিপুণ বর্ণনা বারেবারে উপজীব্য যশস্বী সাহিত্যিক দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের রচিত ছোটগল্পগুলি। গল্পের চরিত্রগুলি কখনো হোঁচট খায় বাস্তবের রূঢ় ভূমিতে, কখনো বিপন্নতাবোধ গভীরভাবে গ্রাস করে চরিত্রগুলোকে। তবুও বিপন্নতাবোধ ও অসহায়তাকে পাশ কাটিয়ে বেঁচে থাকার প্রবল ইচ্ছে বুকে নিয়েই গল্পের চরিত্ররা ঝাঁপিয়ে পড়ে জীবনযুদ্ধে। সে যুদ্ধে কখনো তারা জয়ী আবার কখনো বিপন্নতার কাছে পরাজিত। তবুও জীবনের প্রতি মায়া, মমত্ববোধ থেকে যায়।
অর্ধ শতাব্দীরও অধিক সময় ধরে দেবাশিসবাবুর লেখা ছোটগল্পগুলির মূল আকর্ষণ, প্রতিটি গল্পই ভিন্ন একটি, অপরটির থেকে। স্বাভাবিকভাবেই গল্পের চরিত্ররাও তাই উঠে এসেছে ভিন্ন সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট থেকে। তাই হয়তো লখিন্দরি ও শান্তির মধ্যে আমরা কোনো মিল খুঁজে পাই না। ঠিক সেইভাবেই 'কাচপোকা' গল্পের মূল চরিত্র বলরামের সঙ্গে 'ঢাকিরা ডাক বাজায় খালে বিলে' গল্পটির বিশু ঢাকির জীবনদর্শন যেমন ভিন্ন, তেমনই বেঁচে থাকার সংগ্রামও তাই আলদা। তবুও কী মিল নেই কোথাও? আছে। জীবনের প্রতি গভীর আকর্ষণ দুটি চরিত্রকে কোথাও যেন মিলিয়ে দিয়েছে একই সরলরেখায়।
দেবাশিস বন্দ্যোপাধ্যয়ের ছোটগল্পগুলি নিদারুণভাবে বলে চলে জীবনের কথা, মানুষের কথা। লেখক কর্মসূত্রে নাগরিক, কিন্তু গল্পগুলিতে নাগরিক চরিত্রগুলির পাশাপাশি বারেবারেই ঘুরে ফিরে আসে মফস্বলের মানুষ, গ্রামীণ মানুষদের কথা। তাদের কথার আঞ্চলিক ভঙ্গি এবং চরিত্রগুলি ঘিরে বিমূর্ততা, জাদুবাস্তবতা এবং উত্তর-আধুনিকতা গল্পগুলিকে করেছে সুপাঠ্য এবং আকর্ষণীয়। লেখকের গভীর জীবনবোধ যেমন মিলে যায় চরিত্র রচনায়, তেমনই গল্পের ভাষাও আগাগোড়া সাবলীলতা সমৃদ্ধ, সহজ সরল ভাষায় রচিত গল্পগুলির ভিতরে একদিকে যেমন মাটির গন্ধ, অপরদিকে গল্পের আঙ্গিক কখনো গভীরভাবে দ্ব্যর্থক এবং ব্যঞ্জনাময়।
দ্য কাফে টেবল-এর তরফ থেকে দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের 'উপন্যাসসমগ্র ১', 'চাঁদের রক্ত ও অন্যান্য' এবং 'চৈতন্যচর্চার পাঁচশো বছর' ইতিমধ্যেই প্রকাশিত এবং বর্তমানে প্রকাশিত হল 'ছোটগল্প সমগ্র'টিও। গ্রন্থটি প্রকাশের ক্ষেত্রে প্রকাশনার তরফ থেকে যে মানুষটির কাছে আমরা সর্বতোভাবে ঋণী এবং আন্তরিকভাবে কৃতজ্ঞ, তিনি প্রয়াত লেখকের কনিষ্ঠ পুত্র শ্রী রাজাদিত্য বন্দ্যোপাধ্যায় মহাশয়। তিনি আমাদের পাশে থেকে নিরন্তর উৎসাহ ও সাহায্য না করলে ছোটগল্প সমগ্রটির গ্রন্থনা সম্ভবপর ছিল না। শ্রী রাজাদিত্য বন্দ্যোপাধ্যায় মহাশয়কে টিম দ্য কাফে টেবল-এর পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের সুদীর্ঘ এবং আমৃত্যু লেখক জীবনে রচিত নানান পত্রপত্রিকায় প্রকাশিত এবং গ্রন্থিত প্রায় সবকটি ভিন্ন স্বাদের ও প্রাপ্তমনস্ক ছোটগল্পগুলিকে একত্রিত করে দ্য কাফে টেবল-এর পক্ষ থেকে পাঠকের উদ্দেশ্যে নিবেদিত হল 'ছোটগল্প সমগ্র', গ্রন্থটি।
এই বইতে গ্রন্থিত ছোটগল্পগুলি ব্যতীত দেবাশিস বন্দ্যোপাধ্যায় রচিত আর কোনো ছোটগল্প যদি পাঠকের সংগ্রহে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য প্রকাশনার তরফ থেকে একান্ত অনুরোধ রইল। সেই ছোটগল্পগুলিকে আগামী দিনে এক মলাটে নিয়ে আসার জন্য আমরা পাঠকের কাছে অঙ্গীকারবদ্ধ।
আমাদের প্রকাশিত এই ছোটগল্প সমগ্রটি পাঠকের ভালো লাগলেই আমাদের এই শ্রমসাধ্য প্রচেষ্টাটি সার্থক হয়ে উঠবে।
-টিম দ্য কাফে টেবল
সূচি
- পথ
- চকোলেট
- স্রোত-মোরগ
- লখিন্দরি
- শিলালগ্ন
- বিষপুরিয়া
- আমি গোপাল
- গোবর চুরি
- ধরে রাখা
- জলজামিন
- ঝিমুনি
- কাচপোকা
- মনোরমা নিকেতন
- পেড়াইদার
- অমঙ্গল কাব্য
- ছিটকিনি
- শান্তি
- শিবরাত্রি
- শঙ্খ চাষির আনন্দ
- বহু যুগের বন্দুক
- দুই ভাই
- আরও দুই বন্ধু
- তুমি কি মার খেয়েছ
- যে কোনো এক সকালে
- বাঁশি
- ফলা পাতা রাত্রি
- পচার বউ
- লেবার রুম
- পণ্ড প্রেম
- শাঁটুর জন্য বঁটি
- সাইকেল, সূর্য ও সিনেমার রিল
- মাংসের দোকান
- সাদা ছায়া
- হ্যান্ডবিল
- বাতাস-জমি
- প্রতিনিয়ত দান মানে, নয় প্রতিদান
- ট্রেনের ঘণ্টা
- পুকুর পাড়ে
- কাছে যাওয়ার মুহূর্ত
- মরীচিকার অধিকার
- বটগাছের ছায়ার একটু অংশ
- কিছু পাওয়ার দিন
- খুচরো কথা
- রাজফড়িং
- পাতার শব্দ
- সাদা সোনা
- মায়ারোদ
- পিঁপড়ে
- মাঝনদীর বাসিন্দা
- দ্বিচারিতা
- খোঁয়াড়
- সমুদ্রতন্ত্র
- যথেষ্ট প্লাস্টিক
- সুখেনদের বাঁচাও
- মা, আমার ছেলেকে রাখো
- ঢাকিরা ঢাক বাজায় খালে বিলে
- ফোর্থ ওয়ার্ল্ড
- মানিক ডুবুরি
- তৃতীয় বিশ্বের এক বাস্তবতা
- ডেথ সার্টিফিকেট
- লাঠি ও চশমা
দেবাশিস বন্দ্যোপাধ্যায়
জন্ম সিউড়িতে ১ ফেব্রুয়ারি ১৯৪২।
হিন্দু স্কুল এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের প্রাক্তন মেধাবী ছাত্র। হীরেন্দ্রনাথ স্বর্ণপদক নিয়ে তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে এমএ পাস করেন। ইংরেজি সাহিত্যের অধ্যাপনা দিয়ে কর্মজীবনের শুরু। 'আনন্দমেলা' পত্রিকার দীর্ঘ কয়েক দশক সম্পাদক ছিলেন। লোকসংস্কৃতি, ইতিহাস, সমাজতত্ত্ব, বিদেশি সাহিত্যপাঠ নানা বিষয়ে তাঁর গভীর আগ্রহ এবং জ্ঞান। মূলত প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমেই তিনি সেসব সম্বন্ধে লেখালেখি করেন।
গল্প-কবিতা-উপন্যাস রচনায় সর্বদাই তিনি গতানুগতিক রাস্তার বদলে পরীক্ষা-নিরীক্ষার পথের দিকেই এগিয়ে গিয়েছেন।
প্রবন্ধ-উপন্যাস-কবিতা-গল্পগ্রন্থ মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা পঞ্চাশ।
চিনুয়া আচেবে, ইসমাইল কাদারে, আইজাক আসিমভের নানা লেখা প্রথম বাংলায় অনুবাদের কৃতিত্ব তাঁর। তৈরি করেছেন তিনটি পুরস্কৃত তথ্যচিত্র- 'এ ডলস হাউস', 'ক্যালকাটা জিরো মাইল', 'চিলড্রেন অফ উমং লাইজ'।
প্রয়াণ: ২৪ অক্টোবর ২০১৬
::::::::::
ছোটগল্প সমগ্র
দেবাশিস বন্দ্যোপাধ্যায়
প্রকাশক : দ্য কাফে টেবল
প্রথম প্রকাশ : জানুয়ারি ২০২২
প্রচ্ছদ : কৃষ্ণেন্দু মণ্ডল
মূল্য : ৫০০ টাকা
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম