মাটির বইয়ের পাতা - মোস্তাক আহমাদ দীন

মোস্তাক আহমাদ দীন এর কাব্য মাটির বইয়ের পাতা প্রচ্ছদ

 


মাটির বইয়ের পাতার কবিতায় বৃহত্তর সিলেটের নদী সুরমা, লুভা, রক্তি, মাসিং এবং হাওর, বিল, জল ও জালের সঙ্গে জড়িত প্রতীক ও চরিত্রগুলো যখন ঘরে ও বাইরের ভিন্ন ভিন্ন ঘটনার অভিঘাতে নানারকম স্বরে কথা বলতে চায়, তখন তার বৈশিষ্ট্য-গুণেই সবার কাছে তা নিজের কবিতা বলে মনে হয়। আশার কথা এই যে, এগুলো যথোচিত স্থান-ধর্ম রক্ষা করেও একই সঙ্গে সমকাল ও চিরকালের অভিব্যক্তি ধারণে সক্ষম।


মোস্তাক আহমাদ দীন

জন্ম ১৯৭৪ সালে সুনামগঞ্জ জেলায়।

প্রথম কাব্যগ্রন্থ কথা ও হাড়ের বেদনা প্রকাশের পর থেকেই দৃষ্টি আকর্ষণ করেন। কবিতার ছাড়াও সাহিত্য ও লোকসংস্কৃতি বিষয়ে প্রবন্ধ লেখেন। অনুবাদ করেছেন সিলেট-ইতিহাসের প্রাচীন গ্রন্থ তারিখে জালালি, সম্পাদনা করেছেন ফকিরি তত্ত্বের প্রাচীন গ্রন্থ ফকির বিলাশসহ সিলেট অঞ্চলের কয়েকজন লোককবির গান এবং জনজাতিবিষয়ক দুষ্প্রাপ্য গ্রন্থ 'বাঙ্গালা ও বাঙ্গালার বাহিরে যেসকল দুর্বৃত্ত জাতি চুরি ডাকাইতি করে তাহাদের সম্পর্কে পুস্তক'।

বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর মোস্তাক আহমাদ দীন কাজী আবদুল ওদুদের মননবিশ্ব শীর্ষক অভিসন্দভের জন্য ভারতের আসাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। পেশায় লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ও বাংলা বিভাগের শিক্ষক। চতুর্থ কাব্যগ্রন্থ ভিখিরিও রাজস্থানে যায়-এর জন্য এইচএসবিসি-কালি ও কলম পুরস্কারসহ কবিতা ও লোকসংস্কৃতি বিষয়ে অবদানের জন্য পেয়েছেন কয়েকটি উল্লেখযোগ্য সাহিত্যপুরস্কার।


সূচিপত্র


মাটির বইয়ের পাতা ৯, দুঃখ ১০, হাবা ১১, প্রবাস ১২, মীরাগাথা ১৩, যাওয়া ও না- যাওয়া ১৪, আত্মগত ১৫, আগুন ১৬, কৃষ্ণপক্ষ ১৭, বন্দনা ১৮, একাল-শিকারি ১৯, কৃষ্ণনগর ২০, মেঘবেলা ২১, জলভ্রমি পাখিভ্রমি ২২, ঘুঘকাল ২৩, ঘাট ২৪, সম্ভাবনা ২৫, ছায়াবাজি ২৬, দূরত্ব ২৭, অকালসখা ২৮, অপ্রেমের কবিতা ২৯, দাস ৩০, রূপারূপ ৩১, নালিতাপাড়ায় ৩২, হৃদয় ৩৩, পাগল ৩৪, অদূর প্রহরী ৩৫, গোধূলিতে, লুভা নদীতীরে ৩৭, দ্বিপদীগুচ্ছ ৩৮, পরিবর্ত ৩৯, অনিশ্চয় ৪০, বেনোজল ৪১, শিল্পী ৪২, অন্তিম ৪৩, হরবোলাকাল ৪৪, ফল ৪৫, তুমি অপরাধী ৪৬, মনচিঠি ৪৭, উপনিবেশ ৪৮

::::::::::

মাটির বইয়ের পাতা
মোস্তাক আহমাদ দীন


প্রথম প্রকাশ: ডিসেম্বর ২০২৩
প্রকাশক: পুণ্ড্র প্রকাশন
প্রচ্ছদ: অরণ্য প্রভা
নামলিপি: মোস্তাফিজ কারিগর
মূল্য: ২০০ টাকা

মতামত:_

0 মন্তব্যসমূহ