অবতরণিকা
'সাহিত্য'-পত্রিকায় প্রকাশিত 'ফিরিঙ্গি-বণিক' শীর্ষক প্রবন্ধ সংশোধিত কলেবরে পুস্তকাকারে মুদ্রিত হইল। ইহাতে যে সকল ঐতিহাসিক তথ্য সঙ্কলিত হইয়াছে, তাহা আমাদের দেশের বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট পাঠ্যগ্রন্থে দেখিতে পাওয়া যায় না; অথচ তাহা আধুনিক সভ্যসমাজের অভূতপূর্ব ভাগ্য-বিবর্তনের প্রধান কথা- যেমন কৌতূহলপূর্ণ, সেইরূপ শিক্ষাপ্রদ।
মুসলমান ইতিহাস-লেখকগণ ইহার কোন কোন কথা লিপিবদ্ধ করিয়া গিয়াছিলেন। গোলাম হোসেন সলেমী "রিয়াজ-উস্-সলাতিন” নামক পারস্যভাষায় রচিত বাঙ্গালার ইতিহাসে তাহার সারাংশ উদ্ধৃত করিয়াছিলেন। তাঁহার গ্রন্থ হইতে উপাদান সঙ্কলন করিয়া, ইংরেজি ভাষায় বাঙ্গালার ইতিহাস রচনা করিবার সময়ে স্টুয়ার্ট তাহা পরিত্যাগ করিয়াছিলেন। বাঙ্গালা ভাষায় যে সকল বাঙ্গালার ইতিহাস লিখিত হইয়াছে, তাহা স্টুয়ার্টের পদ্ধতি অবলম্বন করায়, তাহাতে ফিরিঙ্গি-বণিকের কথা যথাযোগ্যভাবে স্থান লাভ করিতে পারে নাই।
স্টুয়ার্টের বাঙ্গালার ইতিহাস "রিয়াজ-উস্-সলাতিনে”র অনুবাদ নহে। তাহার একখানি অনুবাদের প্রয়োজন প্রদর্শন করিয়া, তৎপ্রতি বঙ্গসাহিত্য-সেবকগণের দৃষ্টি আকর্ষণের আশায়, সাহিত্যে "গোলাম হোসেন” শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশিত করিয়াছিলাম। উহা পাঠ করিয়া, শ্রীযুক্ত রামপ্রাণ গুপ্ত মহাশয় অশেষ অধ্যবসায়ে "রিয়াজ-উস্-সলাতিনের” একখানি বাঙ্গালা অনুবাদ প্রকাশিত করাইবার পর, বঙ্গীয় এসিয়াটিক সোসাইটির উদ্যমে, শ্রীযুক্ত আব্দুস সালেম সাহেব একখানি ইংরেজি অনুবাদ প্রকাশিত করিয়াছেন।
গোলাম হোসেনের গ্রন্থোক্ত ফিরিঙ্গি-বণিকের বিবরণ যতদিন কেবল পারস্যভাষায় নিবদ্ধ থাকিয়া অপরিচিত হইয়া রহিয়াছিল, ততদিন ইংরাজী ভাষানিবদ্ধ গ্রন্থ অবলম্বন করিয়াও ফিরিঙ্গি-বণিক সম্বন্ধে অধিক কথা অবগত হইবার উপায় ছিল না। তাহা তখন পর্তুগীজ-ভাষানিবদ্ধ গ্রন্থে ও রাজদপ্তরের কাগজপত্রে লুক্কায়িত ছিল। পর্তুগীজ-দপ্তরের যথাযোগ্য অনুসন্ধান করিয়া, তদবলম্বনে ড্যান্ডার গ্রন্থ রচনা করায়, এবং স্যার উইলিয়ম হন্টার নানা তথ্যের আলোচনা করায়, তাহা পর্তুগীজ-ভাষানভিজ্ঞের নিকট অপরিচিত ছিল, তাহা এখন ইংরাজী-ভাষাভিজ্ঞের নিকট সুপরিচিত হইয়াছে। এখন বাঙ্গালা ভাষায় ফিরিঙ্গি- বণিকের বিস্তৃত ইতিহাস লিখিত হইবার সুযোগ উপস্থিত হইয়াছে। 'সাহিত্যে' প্রকাশিত প্রবন্ধ ১৩১২ সালে সমাপ্তি লাভ করে। কিন্তু এতদিনের মধ্যেও বাঙ্গালা ভাষায় ফিরিঙ্গি-বণিকের বিস্তৃত ইতিহাস রচনা করিবার জন্য কোনরূপ আয়োজনের পরিচয় প্রাপ্ত হওয়া যায় নাই। তৎপ্রতি বঙ্গ-সাহিত্য সেবকগণের দৃষ্টি আকর্ষণের আশায়, 'সাহিত্যে' প্রকাশিত ফিরিঙ্গি-বণিক শীর্ষক প্রবন্ধ পুস্তকাকারে মুদ্রিত করাইবার জন্য চিরসুহৃৎ শ্রীযুক্ত জলধর সেন উদ্যোগী হইয়া উঠিয়াছিলেন। স্বাস্থ্যভঙ্গে অবসন্ন হইয়া পড়ায়, তাঁহার অনুরোধ রক্ষা করিতে বিলম্ব ঘটিয়া গিয়াছে। কতকগুলি অনির্বচনীয় কারণে এই গ্রন্থকে মুদ্রাযন্ত্রের কবল হইতে বাহির করাইয়া আনিতেও বিলম্ব ঘটিয়া গিয়াছে।
বাণিজ্যেই যে লক্ষ্মীর প্রকৃত নিবাস, তাহা প্রাচীন ভারতে প্রবাদবাক্যে পরিণত হইয়াছিল। সে প্রবাদ এখনও অপ্রচলিত হইয়া পড়ে নাই। কিন্তু তাহার সমুচিত মর্যাদা রক্ষার অধ্যবসায় নানা কারণে ক্রমে ক্রমে অন্তর্হিত হইয়া গিয়াছে। যাহা এখন সভ্য-সমাজের অন্যান্য দেশে অধিক উৎসাহ লাভ করিতেছে, আমাদের দেশে তাহা কেবল স্বপ্নকথায় পর্যবসিত হইয়াছে। কেন এমন হইল, ইতিহাস তাহার উত্তরদানে অসমর্থ; কিরূপ ঘটনা পরম্পরায় এমন হইয়াছে, ইতিহাস কেবল তাহারই যৎকিঞ্চিৎ বিবরণ প্রদান করিতে পারে। এই গ্রন্থে তৎসংক্রান্ত স্থূল বিবরণগুলি সঙ্কলিত হইয়াছে; মূলানুসন্ধানের প্রয়োজন দূরীভূত হয় নাই। তৎপ্রতি বঙ্গ-সাহিত্যসেবকগণের দৃষ্টি আকৃষ্ট হইলে, সকল শ্রম চরিতার্থ হইবে; – প্রথম অপর্যাপ্ত উদ্যমে যে সকল ভ্রম-ত্রুটি রহিয়া গিয়াছে, তাহাও সংশোধিত হইতে পারিবে।
ইহাতে প্রসঙ্গক্রমে আরও একটি কথা আলোচিত হইয়াছে। ভারতবর্ষ না থাকিলে, ভারত-বাণিজ্যে অর্থোপার্জনের সম্ভাবনা না থাকিলে, আধুনিক ইউরোপের পক্ষে নব-জীবন লাভ করিতে বিলম্ব ঘটিবার সম্ভাবনা ছিল। ভারতবর্ষই পরোক্ষভাবে ইউরোপকে যুগান্তর আনয়নের সহায়তা করিয়াছে। ইহা কত দূর প্রতিপাদিত হইয়াছে, পাঠক তাহা বিচার করিয়া দেখিবেন। অলমতিবিস্তরেণ-
--------
শ্রীঅক্ষয়কুমার মৈত্রেয়
রাজসাহী , শ্রাবণ, ১৩২৯
সূচিপত্র
- ইতিহাসনায়ক অক্ষয়কুমার
- অবতরণিকা
- প্রথম পরিচ্ছেদ: পুরাতন বাণিজ্যপথ
- দ্বিতীয় পরিচ্ছেদ: ইস্লাম-বিপ্লব
- তৃতীয় পরিচ্ছেদ: নূতন স্থল-বাণিজ্য-পথের সন্ধান-চেষ্টা
- চতুর্থ পরিচ্ছেদ: পুরাতন জল-বাণিজ্য-পথ
- পঞ্চম পরিচ্ছেদ: অপরাজিত অধ্যবসায়
- ষষ্ঠ পরিচ্ছেদ: অসাধারণ আত্মত্যাগ
- সপ্তম পরিচ্ছেদ: উত্তমাশা-অন্তরীপ
- অষ্টম পরিচ্ছেদ: ভারত-যাত্রা
- নবম পরিচ্ছেদ: কালিকট
- দশম পরিচ্ছেদ: প্রথম পরিচয়
- একাদশ পরিচ্ছেদ
- দ্বাদশ পরিচ্ছেদ: আত্মরক্ষা
- ত্রয়োদশ পরিচ্ছেদ: বাহুবল
- চতুর্দশ পরিচ্ছেদ: রাজ্যলাভ
- পঞ্চদশ পরিচ্ছেদ: বাণিজ্য-বিস্তার
- ষোড়শ পরিচ্ছেদ: বাণিজ্য-নীতি
- সপ্তদশ পরিচ্ছেদ: ভোগাভিলাষ
- অষ্টাদশ পরিচ্ছেদ: প্রতিদ্বন্দ্বী
- উনবিংশ পরিচ্ছেদ: প্রবল সংঘর্ষ
- বিংশ পরিচ্ছেদ: পরিণাম
- উপসংহার
::::::::::
ফিরিঙ্গি বণিক
অক্ষয়কুমার মৈত্রেয়
ভূমিকা : সাযযাদ কাদির
প্রথম দিব্যপ্রকাশ সংস্করণ : ফেব্রুয়ারি ২০১৬
প্রথম প্রকাশ: ১৯২২
প্রকাশক : দিব্যপ্রকাশ
প্রচ্ছদ : মোবারক হোসেন লিটন
মূল্য: ২২৫ টাকা
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম