সমুদ্রের ব্যাকরণ | দুর্জয় আশরাফুল ইসলাম

সমুদ্রের ব্যাকরণ | দুর্জয় আশরাফুল ইসলাম

অমর একুশে গ্রন্থমেলা’১৯-এ প্রকাশিত হলো দুর্জয় আশরাফুল ইসলাম-এর প্রথম কবিতার বই ‘সমুদ্রের ব্যাকরণ’৷

বইটি প্রসঙ্গে লেখক ‘আমার প্রথম প্রকাশিত বই’ শিরোনামের গদ্যে লিখেছেন,
সমুদ্রের ব্যাকরণ আমার প্রথম প্রকাশিত বই। এবং এটা কবিতার। কোন নির্দিষ্ট প্রেক্ষিতে সব লেখা নয়, এবং সব কবিতার উপজীব্য এক নয়। সঙ্গতকারণেই বলা যেতে পারে এটা বিভিন্ন চিন্তা, বিভিন্ন মেজাজের কবিতার একটা সংকলন। এখানে আমার যাবতীয় লেখালেখির একটা সময়কাল আঁকা রইলো। এবং এ অঙ্কিত সময়কাল আমার ব্যক্তিগত চিন্তার ফসল, যেখানে ব্যক্তি আমি’র প্রতিচ্ছবি যেমন আছে, তেমনই আমি চেয়েছি আমার চারপাশ, সমাজ সংস্কৃতির কিছু আবহ আঁকতে।


সমুদ্রের ব্যাকরণ
দুর্জয় আশরাফুল ইসলাম


প্রকাশকাল : ২০১৯
প্রচ্ছদ: নির্ঝর নৈঃশব্দ্য
প্রকাশক : বোধি প্রকাশালয়, ঢাকা।
পৃষ্ঠা : ৮০
মূল্য: ১৭০ টাকা
ISBN: 978-984-8842-18-8
বইমেলায় পাওয়া যাচ্ছে ৪৭৭ নম্বর স্টলে৷

মতামত:_

0 মন্তব্যসমূহ