জগৎ বাড়ি | গাজী তানজিয়া


অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এ প্রকাশিত হলো কথাশিল্পী গাজী তানজিয়ার প্রথম গল্পের বই ‘জগৎ বাড়ি’৷ ১৩টি গল্প নিয়ে এ বইয়ের দাম ২২০ টাকা৷

এ বই সম্পর্কে কবি ও প্রাবন্ধিক সাখাওয়াত টিপু সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,
তানজিয়ার সবচে বড়গুণ সাহিত্যের নানা ডামাডোল থেকে আড়াল রেখে নিজের লেখাটা লেখা। ওঁ খুব নিমগ্ন পাঠক ও লেখক। ওঁর একাগ্রতা অপর দশজন থেকে নিজেকে আলাদা করে দিয়েছে। লেখালেখির জন্য ওঁ রাজনৈতিক পদ-পদবি, বড় চাকরি অনেক কিছু ত্যাগ করেছে।

ওঁর গল্প রাজনৈতিক মনস্ক। কিন্তু রাজনৈতিক ফর্দ নয়। সমাজ-রাজনীতি-সংস্কৃতিকে ক্রিটিক্যালি দেখে ওঁ। তাঁর দেখা বাস্তবতা সমাজের প্রথাগত রূপকে প্রশ্নবিদ্ধ করে। জীবনের অদেখা রূপকে দেখায়। জীবন এখানে মূখ্য! পোড় খাওয়া মানুষের মুখগুলো তাঁর গল্পের জগৎ বাড়িতে বসবাস করে।

… সাহিত্য নিয়ে ওঁর একটা সংগ্রাম আছে। আমি তাঁর সংগ্রামকে শ্রদ্ধা করি। পছন্দ করি। ভালোবাসি।

আশাকরি, তাঁর প্রথম গল্পের বই পাঠকপ্রিয়তা পাবে।

তৌহিন হাসানের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে চৈতন্য প্রকাশনী৷

এর আগে গাজী তানজিয়ার পাঁচটি উপন্যাস প্রকাশ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল 'কালের নায়ক', 'বায়বীয় রঙ' ও 'আন্ডারগ্রাউন্ড'; রয়েছে একটি কিশোর গল্পগ্রন্থও।

বাংলা একাডেমির বইমেলায় খোঁজ করুন চৈতন্য প্রকাশনীর ৫৩৫-৫৩৬ নম্বর স্টলে৷

মতামত:_

0 মন্তব্যসমূহ