অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এ প্রকাশিত হয়েছে কুমার দীপ রচিত শিশুতোষ গল্পগ্রন্থ ‘পিয়ালের শিয়াল পোষার শখ’৷
বইটি প্রসঙ্গে লেখক বলেন,
করোনার প্রবল দৌরাত্ম্যে মৃত্যুর মিছিল দেখতে দেখতে যখন রাতে ঘুম আসতে চাইতো না, মেয়ে বলতো-- বাবা, আজ একটা নতুন গল্প বলো।' প্রায় প্রত্যেক রাতে নতুন গল্প শোনার আবদার পূরণ করতে গিয়ে প্রায়ই তৈরি হতো নতুন নতুন গল্প। সেই গল্পগুলো শুনেই কেবল ক্ষান্ত হলো না মেয়ে। বললো, এগুলো ছাপিয়ে দাও। কম্পোজ করে, প্রিন্ট করে দিলাম। এবার জানালো-- এভাবে পড়তে বেশি ভালো লাগে না, বই করে দাও।
তিনি আরো বলেন,
এ-বই কেবল আমার সোনামণির জন্যে নয়, আরও অনেক সোনামণির উদ্দেশ্যে নিবেদন করছি।
একুশে বইমেলা ২০২২, পদক্ষেপ প্রকাশনীর ২৬৮ নং স্টলে পাওয়া যাবে। প্রচ্ছদ: ঋতু চৌধুরী
0 মন্তব্যসমূহ
মন্তব্য করার পূর্বে মন্তব্যর নীতিমালা ও সম্পাদকের স্বীকারোক্তি পড়ুন। ই-মেইল ফর্ম।