সাখাওয়াত টিপুর কবিতার বই ‘স্নায়ুযুদ্ধ’

সাখাওয়াত টিপুর কবিতার বই ‘স্নায়ুযুদ্ধ’


বইমেলায় সাখাওয়াত টিপুর কবিতার বই ‘স্নায়ুযুদ্ধ’ প্রকাশিত হলো। এই কবিতা সংকলনে কবির তিন দশকের পরিভ্রমণ আছে। বিশ্বময় যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতিতে একজন কবি কিংবা মানুষের স্নায়ু কিভাবে খেলা করে, তার একটা চিন্তা-দর্শন আছে বইতে।

বইটি সম্পর্কে কবি বলেন,

আমরা যে সময় বেড়ে উঠেছি সে সময় অনেক ছোট ছোট যুদ্ধ দেখেছি, সোবিয়েত ইউনিয়নের ভাঙন দেখেছি, দুনিয়া জুড়ে শরণার্থী শিবির বাড়তে দেখেছি, পুঁজিবাদী এক রৈখিক অর্থনৈতিক বিশ্ব দেখেছি, দুনিয়ার দেশে দেশে গণতান্ত্রিক সংগ্রাম দেখেছি, সর্বশেষ এক অচেনা মহামারির কবল দেখেছি, আমাদের স্বপ্ন-সম্ভাবনার পতন দেখেছি, এবং আরও অনেক কিছু দেখেছি। আমাদের সময়টা কেমন? আমরা কিভাবে বেঁচে আছি? আমাদের স্বপ্ন কি সকালবেলা গুম হয়ে যায়? এমন রক্তাক্ত অনুভূতিতে স্নায়ুর সঙ্গে ভাষার সম্পর্কইবা কি?


মেলায় আগামী প্রকাশনীর প্যাভেলিয়নে বইটা পাওয়া যাচ্ছে। বর্ণিল মনোহর প্রচ্ছদটি তৈরি করেছেন প্রখ্যাত শিল্পী রাজীব দত্ত।

মতামত:_

0 মন্তব্যসমূহ