অখিলেশ সিরিজ - মোহাম্মদ জসিম

অখিলেশ সিরিজ - মোহাম্মদ জসিম


নতুন কবিতার বই ‘অখিলেশ সিরিজ’ প্রসঙ্গে এর লেখক মোহাম্মদ জসিম বলেন,

“এই কবিতাগুলো আদার ব্যাপারীর, যারা জাহাজের খোঁজখবর রাখে না। যারা, ব্যর্থতা ভালবাসে, ভালবাসে জল—ফলত, সাঁতারে অনীহা রেখে স্বেচ্ছায় ডুবে যায়, মানুষের মতো হাবুডুবু খায় না। যারা ভালবাসে স্বেচ্ছাচারী বাতাসের অদ্ভুত ফিসফাস, উড়ালে মন না রেখে সানন্দে পতিত হয় যে কারণে।

মানুষের অতিঅদ্ভুত কানুনকে পাশ ঠেলে যারা জীবন ও জীবিকা থেকে ছিটকে গিয়ে যাপন করে চিরকালীন দুঃখবোধ; নগ্ন ও নিষ্প্রেম প্রেমের দিনে সবান্ধব জুয়ার উৎসবে নিজেকেই হেরে আসে। পানশালার হলুদ আলোর নিচে বেভুল বেশ্যার আচার্য রীতি ও নীতির মধ্যে এক পেগ প্রেম ঢেলে এসে নিশ্চিন্তে ঘুমিয়ে যেতে ভালবাসে তারা।

কারাগার প্রস্তুত হোক, সুসজ্জিত মেন্টাল এ্যাসাইলামে ভুলভাল নামতা আওড়াতে আওড়াতে পাগলেরা বলে উঠুক—নিয়তির অথর্ব চিত্রনাট্যকার, একহাত দেখে নেবো তোকে!”



**********


কাব্যগ্রন্থ: অখিলেশ সিরিজ
লেখক: মোহাম্মদ জসিম
প্রকাশক: বাউণ্ডুলে
প্রচ্ছদ: আল নোমান

মতামত:_

0 মন্তব্যসমূহ