ভিন্নস্বাদে নিবিড় পাঠ : সোনিয়া কাদিরের "নির্মল বাতাসের সংসার" | নাহার আলম

ভিন্নস্বাদে নিবিড় পাঠ : সোনিয়া কাদিরের "নির্মল বাতাসের সংসার" | নাহার আলম


 

সোনিয়া কাদির প্রথম লেখাযাত্রা শুরু করেছিলেন ১৯৭২ সালের সাপ্তাহিক বেগম পত্রিকার মাধ্যমে।

‘বাংলাদেশ টু আমেরিকা, জ্যোৎস্নার বৃষ্টি' নামের একটি যৌথ কাব্যগ্রন্থে লিখেছেন। ‘নির্মল বাতাসের সংসার– ফেব্রয়ারি ২০২৩' তাঁর প্রথম একক কাব্য। চমৎকার সব শিরোনামে ৬৩টি কবিতার সমাহার এ বইটিতে। ভিন্ন মাত্রায় লেখা তাঁর কবিতাগুলো পাঠ মুগ্ধ করে।

কলেবরের বাড়াবাড়ি নেই কিন্তু আছে বিষয়ের গভীরতা। ক্রোধ, দেশপ্রেম, প্রকৃতি, বিদেশের খণ্ড চিত্র ইত্যাদি নানা বিষয়কে ধারণ করে লেখা তাঁর কবিতাগুলো। 


সমসাময়িক নানা অসঙ্গতিতে কবির ক্ষোভ প্রকাশ পায় যেভাবে :

হারিয়েছি একাত্তরে
ভালো লাগার প্রথম প্রদীপ
...দেশ আর মানুষের
বুকে ক্ষত এঁকে
অবশেষে আসে
স্বাধীনতা যদিও
ফেরা হয়নি
কেবল তার ( স্ফূলিঙ্গ)


রূপহীনা নারীর চিরায়ত দুঃখের চিত্রকে যেভাবে তুলে ধরলেন :

যোগ্যতা কিছুই ছিল না আমার
...বিয়ের বাজার ষচল আধুলী!
...এমন রূপহীন চিত্রগল্প দেখে দেখে
সকলে হেঁটে যায় পূর্ব থেকে পশ্চিমে,
সেই টকঝাল পোড়া সময়ে
চাবির গোছা আঁচলে বেঁধে বললে;
‘এই নাও ঘর, সাথে
নির্মল বাতাসের সংসার। ' ( নির্মল বাতাসের সংসার)


কবিকে প্রতিবাদী হতে দেখি যেমনটি :

অলস প্যাচানো কথা আর নয়
পড়ে পড়ে মার খাওয়া আর নয়
...এসো– কাদা ঠেলে ঠেলে
খুঁজে আনি– মুক্তির সেই বাতিওয়ালা ( আমি নিন্দাতে নয় – প্রতিরোধে বিশ্বাসী)


শুদ্ধ অতীতের বৈভবকে কবি লালান করেন দৃঢ়ভাবে। কবিতায় আভাসিত হয় এভাবেই :

এ মাটিতে যারা চাষ করেছিল সততার উর্বরতা
... যারা পাঁচবার সিজদায় গিয়প বলত_
 যা দিয়েছো – তাতেই শুকরিয়া – হে বিশ্ববিধাতা
...শৈশব-কৈশোর দুরন্ত আদরের ঘ্রাণ
বিরক্ত পলক ফেলে জানতে চায় –‘কে তুমি এ'
...নিরন্তর গিলে খাওয়া সাপ ঘুমিয়ে থাকে ভিতরে আমার
...ভুলে গেছি পূর্বপুরুষদের বিশুদ্ধতার উত্তরাধিকার
বেইমান হতে পারি না ইমানি রক্তের দাবিদার। ( পূর্ণ অতীতের শূন্যপথিক)


নারীকে জাগাতে বললেন :

... তুমি তো জানো
হারিয়ে যাওয়ার
কতটা থাকে দায়
মেয়ে তুমি
নারী হয়েছো
এবার
মানুষ হও। ( মানুষ হও)


কবিতার ছত্রে ছত্রে ক্রোধ ধরা পড়ে ‘পুনরায় পাঠ' কবিতায় :

 দেশের মানচিত্রে পড়ে থাকা
থ্যাতলানো ক্ষতের ইতিহাস
তোমাদের জানা দরকার
...উল্কা পতনের আগে তোমাদের উন্মোচন করা দরকার


প্রবাসের কোনো ‘একটি বিকেল' কবিকে তাড়িত করছিল যেমনটি :

রোমাঞ্চপূর্ণ চরের মতো একটি বিকেল–
...নিজেকে খুলতে থাকে সন্ধ্যা অবধি
কাছে টেনে পাশে বসায়
চেলসি পিয়ার্স– হাডসন
মায়াজল নদী।


মাতৃহারা ব্যথিত হৃদয়ে কবিকে  কাতর হতে দেখি :

আমি সারাক্ষণ সকল ব্যর্থতার অক্ষমতায়
নাথা আড়াল করেছি তোমার ছাতায়
মাগো– তোমার ছায়া ছিল
আমার নির্ভরতার দারুণ আচ্ছাদন' ( ব্যথা ভরা পঙক্তি)


দেশ যাঁর কাছে প্রেমিকের মতো, এমনই দেশপ্রেম ঝরে পড়া কবিতা :

তোমার পলিতে
ডুবিয়ে রেখেছ
হৃদয় আমার
... বন্ধু হয়েছি
অনেকের
প্রেমিক শুধু তোমার। (প্রেমিক)


এছাড়া আমরা বরং বিড়াল পুষি, সুবিধাবাদি, জক সমাধি, ভূঁইচাপা জনপদ, মানুষের নাম লাশ, মানুষের পোশাক পরা অন্যকিছু, খেলারামদের খেলা ইত্যাদি কবিতাগুলো পাঠে তাঁর ব্যক্তিমননকে উপলব্ধি করতে পারা যায়। প্রতিটি কবিতাই আনন্দের খোরাক জোগাবে পাঠককে। তাঁকে পাঠান্তরে এ কথা বলতেই পারি।

সোনিয়া কাদির নিউইয়র্ক প্রবাসী। কবি, সংগঠক। যাঁর জন্ম বাংলাদেশের সিলেটে। যিনি নিউইয়র্ক সাহিত্য একাডেমির সহকারী পরিচালক, বক্সস্ সাহিত্য একাডেমি পরিচালক এমন একাধিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন। কর্মরত ছিলেন সিলেট লেখিকা সংঘের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও। তাঁর সাংগঠনিক কাজের স্বীকৃত স্বরূপ পেয়েছেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মাননা – ২০২২, বাংলাদেশ কনভেনশন নিউইয়র্ক সম্মাননা, ছোটোদের ওয়েলফেয়ার সোসাইটির সম্মাননা এবং সিলেট লেখিকা সংঘ সম্মাননা – ২০১৯।

গুণী এই কবি ও সংগঠক বইটি উৎসর্গ করেছেন মরহুম বাবা-মাকে। তাঁর বইটি পাঠকপ্রিয় হোক, সে কামনা রইলো।

----------------------
নির্মল বাতাসের সংসার
সোনিয়া কাদির


প্রচ্ছদশিল্পী : আল নোমান
প্রকাশনী: বুনন / বাংলাদেশ
প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০২৩
পৃষ্ঠাসংখ্যা : ৬৪
মূল্য : ২০০
ISBN : 978-984-97197-8-6

মতামত:_

1 মন্তব্যসমূহ

  1. নিবিড় পাঠের পর, একজন দক্ষ ক্রিটিকের মতো কবিতার কিছু কিছু লাইন ধরে " কোট " করা লেখাটিকে ক্লাসিক পর্যায়ে পৌঁছে দিয়েছে ।
    এই মনিহার উপহারের জন‍্য, আমার না দেখা - না জানা, লেখক নাহার আলমকে শ্রদ্ধাপূর্ণ কৃতজ্ঞতা ।

    উত্তরমুছুন

মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম