সৌমেন দেবনাথের তৃতীয় ছোটোগল্পের বই ❝অগ্রবর্তিনী❞

সৌমেন দেবনাথের তৃতীয় ছোটোগল্পের বই ❝অগ্রবর্তিনী❞



সৌমেন দেবনাথের ❝অগ্রবর্তিনী❞ ছোটোগল্পগ্রন্থে মানুষের জীবনবিন্যাস আর দৃষ্টিভঙ্গি রয়েছে। জীবনচিত্রের ঘটনাংশই গল্পরূপে প্রকাশ করেছেন তিনি ছোটোগল্পগুলোতে।

মানবচরিত্রের দহন-পীড়ন, ব্যথা-বেদনা, হাস্যরস তাঁর ছোটোগল্পের মূল উপজীব্য। জীবনের বিশিষ্ট খণ্ডাংশগুলোকে তিনি ছোটোগল্পে রূপায়িত করেছেন। নাতিদীর্ঘ সাহিত্য-রূপসৃষ্টি ছোটোগল্পগুলো অত্যন্ত সময়োপযোগী। এটি তাঁর তৃতীয় ছোটোগল্পগ্রন্থ। ছোটোগল্পগুলোর কাহিনি টানটান, তীব্র গতিবেগসম্পন্ন। গল্পের বর্ণনা, শব্দচয়ন ও অলংকার প্রয়োগ তাৎপর্যবাহী। জীবনকে গভীর ও সূক্ষ্মদৃষ্টিতে অবলোকন করেই ছোটোগল্পগুলোর প্লট নির্মাণ করেছেন তিনি। মানব মনস্তত্ত্বের গভীরে প্রবেশ করে কল্পনাশক্তি ও বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে গল্পের বিষয়বস্তু নির্বাচন করেছেন গল্পকার। প্রত্যেকটি ছোটোগল্পের ঘটনার ঘনঘটা আর বর্ণনার ছটা নান্দনিক। মন শিল্পদৃষ্টিসম্পন্ন হলেই তবে ছোটোগল্প লেখা সম্ভব। সৃজনশীল না হলে লিখে সৌন্দর্যসৃষ্টি ও আনন্দদান সম্ভব না। সৌমেন দেবনাথের ❝অগ্রবর্তিনী❞ গল্পগ্রন্থের প্রতিটি গল্পে সেই ভাবোচ্ছ্বাসের পরিস্ফূরণ সুস্পষ্ট হয়ে ধরা দিয়েছে। কাহিনি-কল্পের বিষয়বস্তুও চমৎকার। কাহিনির গতি ও পরম্পরা, উৎকর্ষতা, আকর্ষণীয়তা, উৎকণ্ঠা-উদ্বেগ, পরিসমাপ্তি সবই সুন্দরতর না হলেও সুন্দর।


**********
ছোটোগল্পগ্রন্থ: ❝অগ্রবর্তিনী
গল্পকার: সৌমেন দেবনাথ
গ্রন্থস্বত্ব: লেখক
প্রচ্ছদ: শ্রীজন
প্রকাশনা প্রতিষ্ঠান: বেহুলাবাংলা প্রকাশন

প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি, ২০২৪
ISBN: 978-984-35-4320-2
প্রকাশক: চন্দন চৌধুরী
বিনিময় মূল্য: ৪০০/--(২৫% ছাড়)

মোট ছোটোগল্প আছে: ১৫টি
মোট পৃষ্ঠা: ১২৮ টি
পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা-২০২৪, স্টল নম্বর: ২২৪-২২৫

মতামত:_

0 মন্তব্যসমূহ