মি. মরিস লেসমোরের উড়ন্ত বইগুলো

মি. মরিস লেসমোরের উড়ন্ত বইগুলো এনিমেশন ভিডিও চলচ্চিত্র
একজন নিবিষ্ট পাঠকের বইয়ের জগত কিরকম হতে পারে? তার কল্পনায়, জীবনভাবনায় বইয়ের ভূমিকা কীরূপ। আমাদের মধ্যে যারা বই পড়তে অনিচ্ছুক তাদের অনুধাবন ভিন্নরকম। কিন্তু বই ভালোবাসেন, বইজীবন যাপন করতে চান, এমন একজনের জীবনকাহিনী এই চলচ্চিত্রের প্রধান বিষয়।

এক অচিন দেশে এমন এক পাঠাগার রয়েছে যেখানে বইয়েরা সবাই সজীব সাবলীল। তারা উড়ে বেড়ায়, গানের তালে তালে নাচে। পাঠকের জীবনকে করে তোলে রঙিন, বৈচিত্রময়। যারা বইয়ের সাথে সম্পর্কহীন তারা জানেনা যে তাদের পৃথিবী কতই বিবর্ণ। অথচ শুধুমাত্র বই হাতে নিলেই এই পৃথিবী রঙিন হয়ে ওঠে, অলৌকিক স্বপ্ন ও আনন্দের দরজাগুলো একে একে খুলে যেতে থাকে। বইয়ের সাথে জীবন যাপন তো আসলে অলৌকিক কিছু নয়। কারণ বই আর পাঠক তো একে অপরের পরিপূরক। পাঠক আর বইয়ের প্রাণ তো আসলে একই সুতোয় গাঁথা। পাঠক আসে পাঠক চলে যায়, কিন্তু বই তো থেকে যায়। আনন্দ, স্বস্তি, প্রজ্ঞা বিলিয়ে যেতে থাকে। যে পাঠক বই পড়ে না; সে বিবর্ণ জীবন যাপন করে; আবার যে বই পাঠক পড়ে না সে বইয়ের আয়ু ফুরিয়ে যেতে থাকে। মি. মরিস লেসমোর একথা নিজের জীবনে অনুধাবন করেছেন। বুঝতে পেরেছেন বইজীবন যাপনের তৃপ্তি ও স্বস্তির স্বরূপ। পনেরো মিনিটের এই চলচ্চিত্রটি বই পাঠককে বইজীবনের স্বরূপ চিনিয়ে দেবে।

মতামত:_

1 মন্তব্যসমূহ

  1. এককথায় অসাধারণ! এই ভিডিওটি প্রকাশ করে খুব ভালো কাজ করেছেন। আপনাকে অশেষ ধন্যবাদ।

    উত্তরমুছুন

মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম