বইটির আত্মজীবনী

বইটির আত্মজীবনী
একটি বইয়ের আত্মজীবনী কীরকম হওয়া উচিত সে নিয়ে মতভেদ থাকতে পারে। তবে বাস্তবতা হচ্ছে লাইব্রেরিতে থাকা বইগুলোর আত্মজীবনী সারা পৃথিবীতে প্রায় একইরকম। একই বই অনেকে পড়ে। বিভিন্নজন বিভিন্ন উদ্দেশ্যে বইটিকে হাতে নেয়। কিন্তু বইয়ের প্রতি তাদের সবার আচরণ একরকম নয়। নানা মানসিকতার পাঠক বইয়ের কাছ থেকে কি কি আদায় করে নেয়, বইয়ের প্রতি তাদের ব্যবহার কিরকম তার একটি বাস্তবসম্মত ট্রাজেডি এই ছোট চলচ্চিত্রটি।

প্রায় পাঁচ মিনিটের এই বইচিত্রটির সম্পূর্ণ অবলোকন আমাদের অনেকের অন্তর্গত স্বভাবকে প্রকাশ্যে নিয়ে আসবে; নিজেদেরকে চিনিয়ে দেবে।

মতামত:_

2 মন্তব্যসমূহ

মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম